ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নির্বাচন জালিয়াতির চূড়ান্ত মাস্টার প্ল্যান: রিজভী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএমকে দেখছেন নির্বাচন জালিয়াতির চুড়ান্ত মাস্টার প্ল্যান হিসেবে। গতকাল শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইভিএম ব্যবহারের ‘একতরফা’ সিদ্ধান্ত আগামি নির্বাচন ‘জালিয়াতি করারই চূড়ান্ত মাস্টার প্ল্যান। সত্যিকারের গণতন্ত্রে সরকার পরিচালনায় জনগণের যে ম্যান্ডেট প্রয়োজন হয়, তাতে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না। অনুগত প্রধান নির্বাচন কমিশনারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি ইভিএম নামক যাদুর বাক্স আমদানি করে আগামি সংসদ নির্বাচনে ধাপ্পাবাজির ভোটের বন্দোবস্ত করছেন। ক্ষমতাসীনদের উদ্দেশে রিজভী বলেন, এবার জনগণ সরকারের সকল মাস্টার প্ল্যান ডাস্টবিনে ফেলে দেবে। ভোট নিয়ে অনাচারের পুনরাবৃত্তি জনগণ রুখে দেবে। এবারে জনগণের শিলা-কঠিন ঐক্যে সরকারের সকল পরিকল্পনা ধূলিস্যাৎ হয়ে যাবে। রিজভী বলেন, নিজের নেতৃত্বাধীন কমিশনে ভিন্নমত থাকার পরও ইভিএম ব্যবহারে চূড়ান্ত উদ্যোগ গ্রহণে সুস্পষ্ট হলো প্রধান নির্বাচন কমিশনার আগামি নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দৃঢ়সংকল্পবদ্ধ। তিনি স্বাধীন বিবেক দ্বারা স্বায়ত্তশাসিত নন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ভোটারবিহীন অবৈধ সরকারের বাকশালী বিবেকই সিইসি নিজের মধ্যে প্রথিত করেছেন। এটা দিবালোকের মতো সত্য প্রমাণিত হলো যে, সব দিক থেকে ইভিএমের ব্যাপারে বিরোধিতা থাকার পরও সিইসিসহ কয়েকজন কমিশনারের একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আগামি নির্বাচন জালিয়াতি করারই চূড়ান্ত মাস্টারপ্ল্যান। বিএনপির এই নেতা বলেন, বিশেষজ্ঞরা মনে করেন, একটি গোপন কোড জানা থাকলেই ইভিএম ভোটিং মেশিনের গণনাপদ্ধতি সম্পূর্ণ পাল্টিয়ে ফেলা যায়। ভোটারবিহীন আওয়ামী জোটের সরকার জনগণের টাকায় জালিয়াতি করার মেশিন কিনে জালিয়াতির নির্বাচন করতে চায়। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরফত আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।