October 12, 2024, 11:21 am

সংবাদ শিরোনাম
দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার

শাকিব শুধুই আমার বন্ধু বুবলি

শাকিব শুধুই আমার বন্ধু বুবলি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঈদের মাত্র দুদিন আগে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছি। এসেই কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে হয়। ঈদের দিন এবং পরের দিনও ছিল শুটিং। তাই হলে যাওয়া হয়ে ওঠেনি। তবে গতকাল হলে গিয়ে দশর্কসারিতে বসে ছবিটি উপভোগ করেছি। দশর্ক খুব উপভোগ করছে ছবিটি। তাই আমি ভীষণ আনন্দিত।

ঈদুল আজহা উপলক্ষে দেড় শতাধিক হলে মুক্তি পেয়েছে শাকিব খান-বুবলি অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। এরইমধ্যে ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটি বেশ সাড়া জাগিয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। তবে ব্যস্ততার জন্য এতদিন হলে গিয়ে ছবিটি না দেখলেও গতকাল শনিবার বুবলি ছবিটি দেখেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের মাত্র দুদিন আগে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছি। এসেই কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে হয়। ঈদের দিন এবং পরের দিনও ছিল শুটিং। তাই হলে যাওয়া হয়ে ওঠেনি। তবে গতকাল হলে গিয়ে দশর্কসারিতে বসে ছবিটি উপভোগ করেছি। দশর্ক খুব উপভোগ করছে ছবিটি। তাই আমি ভীষণ আনন্দিত।’

এদিকে, ঈদের দিন একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে সেলিব্রেটি টক শোতে অংশ নেন শাকিব বুবলি। সেখানে শাকিবকে নিজের অভিভাবক হিসেবে অকপটে স্বীকার করে নেন বুবলি। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রে মাত্র তিন বছর ধরে কাজ করছি। আর শাকিব খান দীঘির্দন ধরে কাজ করছেন। তিনিই আমাকে চলচ্চিত্র জগতে এনেছেন। তাই তাকে আমি অভিনয় ক্যারিয়ারের অভিভাবক ও গুরু বলে মানি।’

ওই অনুষ্ঠানে বুবলি আরও বলেন, ‘অন স্ক্রিনে শাকিবের সঙ্গে আমার একটা ভালো ক্যামিস্ট্রি তৈরি হয়েছে। আর অফ স্ক্রিনে আমরা শুধুই ভালো বন্ধু।

অনুষ্ঠানে শাকিব বলেন, ‘রসায়নের সব কিছু কিন্তু ক্যামেরার সামনে বলতে হয় না। এটা হচ্ছে আমাদের প্রতি দশর্কদের আগ্রহের একটা কারণ। তাই অফ স্ক্রিনের গল্প অফ স্ক্রিনেই থাক। আপাতত অন স্ক্রিন নিয়ে কথা বলি।’

শুরু থেকে কেবল শাকিব খানের বিপরীতে বুবলিকে দেখা যাচ্ছে, অন্য কারও সঙ্গে নয় কেন? এই প্রশ্নের জবাবে বুবলি বলেন, ‘এটা গল্প, পরিচালক ও প্রযোজকদের পছন্দের ওপর নিভর্র করে। কারণ একটা ছবির পেছনে অনেক টাকা বিনিয়োগ করা হয়। পরিচালক ও প্রযোজকরা তাদেরই ছবিতে নেন যাদের মাধ্যমে লগ্নি ফিরে আসবে। তবে সামনে শাকিব ছাড়াও অন্য নায়কের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।’

সংবাদপাঠিকা থেকে ২০১৬ সালে ‘বসগিরি’ ছবি দিয়ে ঢালিউডে নাম লেখান বুবলি। মাঝের সময়ে ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’-এর মতো ব্যবসাসফল ছবি দশর্কদের উপহার দিয়েছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর