November 11, 2024, 5:46 pm

সংবাদ শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি চিলমারীতে ট্রাসফোর্স কমিটির বিশেষ অভিযান,৩প্রতিষ্ঠানকে জরিমানা বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজের ১০৮তম বর্ষপূর্তি উদযাপন দীর্ঘ ২০ মাস পরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি মুহাম্মদ (সা.)-কে নিয়ে ‘কটূক্তি’ করায় যশোরে জনতার বিক্ষোভ ও পুলিশকে আল্টিমেটাম মোংলায় গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ দখল স্থাপনা ১৫ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখলো অবরুদ্ধবাংলাদেশের লেখক সায়েক এম রহমান তালুকদার অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাবার সময় আওয়ামীলীগের সভাপতি আটক

এবারের নির্বাচন নিয়ে কোনো সংলাপ নয়: কাদের

এবারের নির্বাচন নিয়ে কোনো সংলাপ নয়: কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

একাদশ নির্বাচনের আগে সংলাপ নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন (একাদশ) নিয়ে কোনো সংলাপ হবে না। নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। গতকাল রোববার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামি নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না।

তিনি বলেন, বিএনপি সংবিধান মানে না, আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, কিছুই মানে না। বিএনপি জানে আগামি নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। তবে ২০১৪ সালের মতো যদি তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে জনগণ তা প্রতিহত করবে। নোয়াখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অবরুদ্ধ হয়ে আছেন, এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা (সাংবাদিক) আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দেখে আসুন। মওদুদ আহমদের বাড়ির সামনে আওয়ামী লীগ কিংবা পুলিশের কোনো সদস্য নেই। তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।  ‘গত ২২ বছর ধরে ঈদের আগে তিনি কখনও বাড়িতে (নোয়াখালীর কোম্পানীগঞ্জ) যান না। এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। এখন মওদুদ সাহেব অবরোধের নাটক করছেন। একে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।’  ঈদযাত্রার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সড়কের অবস্থা ভালো। পশুবাহী গাড়ির কারণে রাস্তায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। ফেরি পারাপারেও পশুবাহী গাড়িকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এসব কারণে একটু সময় লাগছে।  ‘তবে আমি নৌমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যাতে পশুবাহী গাড়ির চেয়ে যাত্রীবাহী গাড়িগুলোকে প্রাধান্য দেওয়া হয়,’ যোগ করেন কাদের।

Share Button

     এ জাতীয় আরো খবর