February 18, 2025, 7:36 pm

সংবাদ শিরোনাম

পোশাকবিহীন এক মিনিট জেনিফার লোপেজ!

পোশাকবিহীন এক মিনিট জেনিফার লোপেজ!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

নিজের নতুন মিউজিক ভিডিও নিয়ে খুব শিগগিরই শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হচ্ছেন বিশ্ব নন্দিত পপ তারকা জেনিফার লোপেজ। তবে লোপেজের গানে চমক থাকবে না তা কি হয়! এখন পর্যন্ত যতগুলো মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে তার সবকটিতেই কোন না কোন চমক রেখেছিলেন তিনি। লোপেজের এবারের গানের ভিডিওটিও নানা চমকে পরিপূর্ণ থাকছে। এমনটাই খোদ জানিয়েছেন তিনি। এরইমধ্যে নতুন এ গানের কাজ শেষ করেছেন তিনি। ‘জোনিফার’ নামেই নিজের এ ভিডিওটি প্রকাশ করবেন তিনি।

জানা গেছে প্রায় ৩০০ নৃত্যশিল্পী নিয়ে এ গানে নেচেছেন লোপেজ। শুধু তাই নয়, ভিডিওটির মধ্যে ভাগে এক মিনিটের একটি স্নানের দৃশ্যে সম্পূর্ণ পোশাকবিহীন জেনিফার লোপেজকে আবিষ্কার করা যাবে। এরপর কো আর্টিস্টের সঙ্গে রয়েছে তার কিছু রগরগে দৃশ্য। সব মিলিয়ে এ গানটিতে যেন পুরোনো জেনিফার লোপেজকেই খুঁজে পাবেন শ্রোতা-দর্শক। তিনি এ গানটি প্রসঙ্গে বলেন, এটা আমার ক্যারিয়ারের সবচাইতে ভিন্নধর্মি একটি গান। মিউজিকের বিটে বিটে ভিডিওর দৃশ্যগুলো বদল হতে দেখা যাবে। সুপারহট লোপেজকেই সবাই এখানে আবিষ্কার করতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে গানটি।

Share Button

     এ জাতীয় আরো খবর