November 16, 2025, 9:50 pm

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

যুক্তরাষ্ট্রে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’-এর প্রিমিয়ার

যুক্তরাষ্ট্রে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’-এর প্রিমিয়ার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আাগামী ৩রা নভেম্বর। বিশ্বখ্যাত শর্টসটিভি নেটওয়ার্কে রাত ১০টায় প্রিমিয়ার হবে এটি। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের মূলধারার টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে। ‘দাগ’-এর নির্মাতা জসীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের টার্গেটই ছিল বিজয় দিবসের কাছাকাছি সময়ে আমেরিকায় এ চলচ্চিত্রের প্রিমিয়ার হোক। এবং ডিসেম্বর ২০১৭ ও জানুয়ারি ২০১৮ জুড়ে প্রদর্শিত হবে ইউরোপের বিভিন্ন দেশে।

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে নির্মিত ‘দাগ’ বিশ্ব চলচ্চিত্র হিসেবে বিশ্ববাসীকে দেখাতে পারায় অসাধারণ এক অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ওয়ার্ল্ড হোম অব শর্ট মুভিজ খ্যাত শর্টসটিভি প্রতি বছর অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার প্রচার করে আমেরিকা ও ইউরোপে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের চ্যানেল রয়েছে। এদিকে, কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের শর্টফিল্ম কর্নারে নির্বাচিত হয়ে চলচ্চিত্রটি আলোচনায় আসে। সেখান থেকেই এর টেলিভিশন লাইসেন্স পায় যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল। আপাতত নর্থ আমেরিকা প্রবাসীরা ডিরেক্ট টিভির চ্যানেল ৫৭৩, এটিএন্ডি ইউ- ভার্স’র চ্যানেল ১৭৮৯, ইউ এস সনেট’র চ্যানেল ২৯২, সেঞ্চুরি লিংক চ্যানেল ১৭৮৯, ফ্রন্টিয়ার কমিউনিকেশন্সের চ্যানেল ১৭৮৯ এবং গুগল ফাইবার চ্যানেল ৬০৩ এটি দেখতে পাবেন। ‘দাগ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী ও বাঁকার বাকুল। শশী বলেন, এ কাজটি করে ভালো লেগেছে। এবার আন্তর্জাতিক পরিসরে এটি প্রিমিয়ার হতে যাচ্ছে। এটা ভেবে আরো ভালো লাগছে।

Share Button

     এ জাতীয় আরো খবর