October 12, 2024, 6:13 am

সংবাদ শিরোনাম
দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার

৪ বছর পর মডেলিংয়ে জয়া

৪ বছর পর মডেলিংয়ে জয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

টানা চার বছর পর আবারও টিভি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের পণ্য চাষী’র এই বিজ্ঞাপনটি নিমার্ণ করেছেন মেজবাউর রহমান সুমন। ৫ আগস্ট নিকুঞ্জের একটি শুটিং সেটে জয়া দিনভর কাজ করেন।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘দেখুন আমি কিছুই ছাড়িনি। নাটক, বিজ্ঞাপন, সিনেমাÑসব কিছুতেই আমার প্রাণের টান আছে। বিষয়টি হচ্ছে মনে ধরার। যে কাজটি মনে ধরবে, আমি সেটাই করব। এতকাল তা-ই করেছি। এটাও তো সত্যি, আমি বা আমরা যে কাজটি আসলে করতে চাই, সেটি কোনো না কোনো কারণে হয়ে ওঠে না সবসময়। নানা সীমাবদ্ধতা আছে। যাহোক, অনেক দিন পর আবার টিভিসি করলাম। আশা তো করি, ভিন্ন কিছু হবে।’

জানা গেছে, জয়া আহসান সবের্শষ টিভিসিতে অংশ নেন ২০১৪ সালে। রানার গ্রুপের কাইট মোটরসাইকেলের সেই বিজ্ঞাপনটি নিমার্ণ করেন মাহফুজ আহমেদ। তবে সম্প্রতি মডেল মৌ-এর সঙ্গে ফ্যাশন হাউস বিশ্বরঙের দুটি ফটোশুটে অংশ নিয়েছেন জয়া। তারমধ্যে একটি ‘দেবী’ ছবি নিয়ে তৈরি পোশাকের। অন্যটি বিশ্বরঙের ঈদ কালেকশনের। জয়া আহসান টিভি নাটক ছেড়েছেন বহু আগেই। বিজ্ঞাপন থেকেও গুটিয়ে রেখেছেন নিজেকে। বিপরীতে দুই বাংলার উল্লেখযোগ্য সিনেমায় জড়িয়ে আছেন নিয়মিত। বিনিময়ে প্রেক্ষাগৃহ থেকে শুরু করে দুই বাংলার শীষর্ পুরস্কারের আসরগুলোতে তার জয়জয়কার।  গেল মাস দুয়েক নিজের প্রথম প্রযোজিত ছবি ‘দেবী’র প্রচারণায় বেশ মন বসিয়েছেন তিনি। অংশ নিচ্ছেন নানা প্রচারণায়। তারও আগে কাছাকাছি সময়ে শেষ করে রেখেছেন দুই বাংলার বাঘা বাঘা নিমার্তার বেশ কয়টি ছবি। কারণ, সেপ্টেম্বর পযর্ন্ত জয়া নিজেকে ঢেকে রাখবেন ‘দেবী’র মোড়কে, বেশির ভাগ সময় কাটাবেন ঢাকায়। জানালেন, সি-তে সিনেমা’র ব্যানারে নিমির্ত জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ছবিটি মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর। এর আগে ১০ আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া অভিনীত টলিউডের বড় বাজেটের আলোচিত ছবি ‘ক্রিসক্রস’। এটির পরিচালক বিরসা দাশগুপ্ত। জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন টলিউডের অন্যতম চার নায়িকা নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবতীর্ ও সোহিনী সরকার।

Share Button

     এ জাতীয় আরো খবর