পীরগঞ্জে মাসব্যাপী পুলিশি অভিযান সাজাপ্রাপ্ত সহ ১’শ ৫২জন গ্রেফতার
পীরগঞ্জ (রংপুর) থেকে গোলাম মোস্তফা
পীরগঞ্জে মাসব্যাপী পুলিশ অভিযানে সাজাঁপ্রাপ্ত সহ ১’শ ৫২জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, মাসব্যাপী অভিযানে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে, ওসি তদন্ত এম. হারুন-অর-রশিদ, এস.আই. মোসলেম, এস.আই. দেবাশীষ, এস.আই. তামবিরুল, এস.আই. ফারুক, এস.আই. মতিন, এ.এস.আই. আতোয়ার, এ.এস.আই. হারুন, এ.এস.আই. ছালেক, এ.এস.আই. আলম ফোর্সসহ মাসব্যাপী উপজেলার ১৫টি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৭ জন সাজাঁপ্রাপ্ত ও গ্রেফতারী পরওয়ানার ১১০ জনসহ ২২টি মাদক মামলায় ২৫ জন মোট ১’শ ৫২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।