February 10, 2025, 12:27 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

নেপালে অপূর্ব

নেপালে অপূর্ব

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অভিনয়ে দিন-রাত্রি পার করছেন ‘বড় ছেলে’খ্যাত অপূর্ব। ঈদের পর থেকে টানা অভিনয় করছেন তিনি। কখনো দেশে কখনো বিদেশে। জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে নেপালে আছেন। নির্মাতা বিইউ শুভর কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য তিনি সেখানে আছেন। এই প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের লোকেশনে নতুনত্ব ও গল্পের প্রয়োজনে অনেক সময় দেশের বাইরে অভিনয় করতে হয়।

দর্শকরা এখন সব কিছুতে নতুনত্ব দেখতে চায়। এই নাটকগুলোতে বৈচিত্র্যে প্রয়োজনে নেপালে শুটিং করছি। এদিকে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে অপূর্ব অভিনীত সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’, এ জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, ও নজরুল ইসলাম বাবুর ‘সানফ্লাওয়ার’ এবং ‘ঘরে ঘরে’। প্রতিটি ধারাবাহিকে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করছেন বলে অপূর্ব জানান। ধারাবাহিকের বাইরে খ- নাটক ও টেলিছবিতেও এই অভিনেতার ব্যস্ততা রয়েছে। সম্প্রতি তিনি মেহেদী হাসান জনির পরিচালনায় ও আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘নীল ফড়িং এর গল্প’ শিরোনামে একটি খ- নাটকে অভিনয় করেছেন। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মিথিলা। নাটকে এই সময়ের দুজন আধুনিক মানসিকতার ছেলে-মেয়ের চরিত্রে তাদের দুজনকে দেখা যাবে। অভিনয়ের ব্যস্ততা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ভালোবেসে অভিনয় করছি। দর্শকদের প্রত্যাশা পূরণে সব সময় চেষ্টা করি। ‘বড় ছেলে’ নাটকটির জন্য দর্শকদের যে ভালোবাসা পেয়েছি সেটি নষ্ট করতে চাই না। আগামীতেও নতুন নতুন গল্পের নাটক ও চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে। আমি চাই দর্শকরা আবারো টিভি নাটকমুখী হোক। আমাদের নাটকের সুদিন ফিরে আসুক।

Share Button

     এ জাতীয় আরো খবর