July 12, 2025, 7:36 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে বেনাপোল স্হল পথে কোলকাতায় গেলো ৪০০ কেজি আম বেনাপোল স্থল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয় বললেন…. বন্দর উপ পরিচালক মামুন তরফদার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১ পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ার মতিন সরকারের স্ত্রী, শাশুড়ি ও শশুর গ্রেফতার

নেপালে অপূর্ব

নেপালে অপূর্ব

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অভিনয়ে দিন-রাত্রি পার করছেন ‘বড় ছেলে’খ্যাত অপূর্ব। ঈদের পর থেকে টানা অভিনয় করছেন তিনি। কখনো দেশে কখনো বিদেশে। জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে নেপালে আছেন। নির্মাতা বিইউ শুভর কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য তিনি সেখানে আছেন। এই প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের লোকেশনে নতুনত্ব ও গল্পের প্রয়োজনে অনেক সময় দেশের বাইরে অভিনয় করতে হয়।

দর্শকরা এখন সব কিছুতে নতুনত্ব দেখতে চায়। এই নাটকগুলোতে বৈচিত্র্যে প্রয়োজনে নেপালে শুটিং করছি। এদিকে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে অপূর্ব অভিনীত সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’, এ জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, ও নজরুল ইসলাম বাবুর ‘সানফ্লাওয়ার’ এবং ‘ঘরে ঘরে’। প্রতিটি ধারাবাহিকে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করছেন বলে অপূর্ব জানান। ধারাবাহিকের বাইরে খ- নাটক ও টেলিছবিতেও এই অভিনেতার ব্যস্ততা রয়েছে। সম্প্রতি তিনি মেহেদী হাসান জনির পরিচালনায় ও আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘নীল ফড়িং এর গল্প’ শিরোনামে একটি খ- নাটকে অভিনয় করেছেন। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মিথিলা। নাটকে এই সময়ের দুজন আধুনিক মানসিকতার ছেলে-মেয়ের চরিত্রে তাদের দুজনকে দেখা যাবে। অভিনয়ের ব্যস্ততা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ভালোবেসে অভিনয় করছি। দর্শকদের প্রত্যাশা পূরণে সব সময় চেষ্টা করি। ‘বড় ছেলে’ নাটকটির জন্য দর্শকদের যে ভালোবাসা পেয়েছি সেটি নষ্ট করতে চাই না। আগামীতেও নতুন নতুন গল্পের নাটক ও চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে। আমি চাই দর্শকরা আবারো টিভি নাটকমুখী হোক। আমাদের নাটকের সুদিন ফিরে আসুক।

Share Button

     এ জাতীয় আরো খবর