September 22, 2024, 7:52 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

সরকার হঠানোর নিরাপদ সড়ক খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের

সরকার হঠানোর নিরাপদ সড়ক খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে বিএনপি সরকার হটানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন গতকাল শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলের এক সভা শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আজকে নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা সরকার হঠানোর নিরাপদ সড়ক খুঁজছে। তারা কোটা আন্দোলনে ভর করে ব্যর্থ হয়েছে। তারা নয় বছরে নয় মিনিটেও রাস্তায় আন্দোলন করতে পারেনি। সেই দগদগে ব্যর্থতার পর এখন সওয়ার হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির যে আন্দোলন, সেই আন্দোলনের উপর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পেছনে বিএনপির ইন্ধন থাকার দাবি করে আসছিলেন আওয়ামী লীগের নেতারা। গত পাঁচ দিনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকার সড়ক প্রায় অচল হয়ে পড়ার পর গত বৃহস্পতিবার আন্দোলনরত দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, আন্দোলনকারীদের ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবির ঢুকে পড়েছে। গত পাঁচ দিনের আন্দোলন পর্যবেক্ষণ করেছেন জানিয়ে কাদের বলেন, আন্দোলনের যৌক্তিকতা সরকার স্বীকার করে নিয়েছে। কিন্তু এই যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক পথে নিয়ে যাওয়ার জন্য, এ আন্দোলনকে প্রভোকেশন দিয়ে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অশুভ চক্রান্ত লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি, শিক্ষার্থীদের মিছিলে প্রবেশ করে কিভাবে অশ্লীল-বিশ্রী ও অশালীন স্লোগানের উসকানি দিচ্ছে একটি রাজনৈতিক মতলবি মহল। কারা খাবার পানি সরবরাহ করছেন এবং শিশুদের উসকানি দিচ্ছেন উত্তেজিত হওয়ার জন্য, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, সেই দিকেও লক্ষ্য রাখছি। আন্দোলনের মধ্যে ঢুকে কুচক্রী মহল মন্ত্রী, এমপি, পুলিশ ও বিজিবি কর্মকর্তা এবং অনেক ভদ্রলোককে অপদস্থ ও নাজেহাল করেছেন বলে দাবি করেন কাদের। শিক্ষার্থীদের দাবি ‘শান্তিপূর্ণভাবে’ বাস্তবায়নে সবার চেয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে দেখুন, গাড়ি বন্ধ, মানুষ কষ্ট পাচ্ছে। অগ্নিসংযোগ ও ভাংচুরের ভয়ে অনেক গাড়ি রাস্তায় নামছে না। গতকাল পর্যন্ত বিআরটিসির গাড়ি চালিয়ে ছিলাম। কিন্তু চালকরা এখন তাদের জীবনের আশঙ্কায়, তাদের নিজেদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে রাস্তায় গাড়ি চালাতে রাজি নয়। এই অচলাবস্থার অবসানের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের যে নয় দফার দাবি, এটা পাবলিক স্টেটমেন্ট করে আমরা মেনে নিয়েছি। একটি দাবিও নেই যেটা আমরা মানতে অপারগতা প্রকাশ করেছি। রমিজ উদ্দিন স্কুল ও কলেজের পাশে আন্ডারপাস নির্মাণে সেনাবাহিনী গত বৃহস্পতিবারই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অচিরেই কাজ শুরু হচ্ছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আবদুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, রোকেয়া সুলতানা, ফরিদুন্নাহার লাইলী, বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন।

Share Button

     এ জাতীয় আরো খবর