রাজপথে নামতে হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: নোমান
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আমাদের সংঘটিত হয়ে রাজপথে নামতে হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, রাজপথের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) পেশাজীবী সমাবেশের আয়োজন করে। এ সময় আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে এ সরকারের পতন জরুরি। মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আজ হামলার তিন-চার দিন অতিবাহিত হওয়ার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা জাতির জন্য লজ্জাজনক। দেশে আজ গণতন্ত্র নেই উল্লেখ করে নোমান বলেন, সরকার দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। এমন কোনো খাত নেই, যেখানে দুর্নীতি তারা করেনি। শেষ পর্যন্ত ব্যাংক লুট, সোনা লুট, কয়লা লুট করেছে তার দোসররা। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী জহুরুল ইসলাম, কৃষিবিদ শামীম, অধ্যাপক সেলিম ভূঁইয়া, জিয়া নাগরিক ফোরামের (জিনাফ) সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।