December 21, 2024, 6:54 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

৩২ নারীকে এইচআইভিতে আক্রান্ত করায় ২৪ বছরের কারাদণ্ড

৩২ নারীকে এইচআইভিতে আক্রান্ত করায় ২৪ বছরের কারাদণ্ড

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিজের শরীরে মরণব্যাধি এইডসের জীবাণু আছে জেনেও কোনো সুরক্ষা ছাড়াই বহু নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ইতালীয় নাগরিক ভ্যালেন্টিনো তাললুতো।

এর মাধ্যমে ৩০ জনেরও বেশি নারীর শরীরে এইচআইভি ভাইরাস ছড়িয়ে দেওয়ায় গত শুক্রবার তাকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে রোমের এক আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী হিসাবরক্ষক তাললুতো ২০১৫ সালের নভেম্বরে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।

পুলিশের বিশ্বাস, ওই সময় তিনি অন্তত ৫৩ জন নারীর সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছিলেন যাদের ৩২ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এরপর ওই নারীদের মধ্যে তিনজনের পুরুষ সঙ্গীর শরীরেও ভাইরাসটি সংক্রমিত হয়, পাশাপাশি চতুর্থ আরেক নারীর আট মাস বয়সী একটি শিশুও ভাইরাসটিতে আক্রান্ত হয়।

আদালতের শুনানিতে বলা হয়, তাললুতো প্রায়ই কনডম ব্যবহার না করা নিয়ে একটা অজুহাত দাঁড় করাতেন, সঙ্গীকে জানাতেন কনডম ব্যবহার করলে তার অ্যালার্জি দেখা দেয় অথবা তার এইচআইভি পরীক্ষা করা আছে।

যা হয়েছে তার জন্য তাললুতো দুঃখপ্রকাশ করলেও নিজের কাজের ফলাফল কী হতে পারে তা অনুধাবন করতে পারেননি বলে দাবি করেছেন তিনি।

নিজের কর্মের মাধ্যমে তাললুতো এইচআইভির প্রাদুর্ভাব ছড়িয়েছেন দাবি করে তাকে যাবজ্জীবন কারাদ- দিতে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন কৌঁসুলিরা। কিন্তু আদালত এই দাবি প্রত্যাখ্যান করে ‘মর্মান্তিক ও নিরাময় অযোগ্য শারীরিক ক্ষতি’ করার কারণে তাললুতোকে দোষী সাব্যস্ত করেন।

তার সঙ্গে মিলিত হওয়া অনেক নারীই তাললুতোর গ্রেপ্তার ও তার শারীরিক পরীক্ষার খবর পাওয়ার পর তারা নিজেরাও এইচআইভি ভাইরাস বহন করছেন বলে জানতে পারেন।

১৯৮০-র দশকে এইচআইভি/এইডস রোগটি পুরো পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ার পর থেকে এ রোগে ভুগে এ পর্যন্ত সাড়ে তিন কোটি মানুষ মারা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর