নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী পালন
নাটোর জেলা সংবাদদাতা
ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। শনিবার (২৮শে অক্টোবর) সকালে ক্লাস বর্জন করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বহিরাগতদের হাতে ছাত্রীরা প্রতিনিয়ত ইভ-টিজিংয়ের শিকার হচ্ছে। এছাড়া হোস্টেলগুলোতে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। এঘটনায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানান।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলে বিক্ষোভ থেকে সরে আসে শিক্ষার্থীরা।