September 22, 2024, 5:35 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

কোনো মানুষ এখন আর না খেয়ে থাকে না: দীপু মনি

কোনো মানুষ এখন আর না খেয়ে থাকে না: দীপু মনি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, কোনো মানুষ এখন আর না খেয়ে থাকে না। গৃহহীনদের গৃহের ব্যবস্থা করছে সরকার। পর্যায়ক্রমে সবাইকে গৃহনির্মাণ করে দেওয়া হবে। অস্বচ্ছল, দুস্থ, বিধবা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অসহায় মানুষকে সরকার বিভিন্ন ভাতা দেয়ার মাধ্যমে সহায়তা করে আসছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বাবুরহাট পেন্নাই সড়ক মোড় এলাকায় সুরাইয়া-শহীদুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মধ্যে নগদ টাকা সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সব ক্ষেত্রে সরকার উন্নয়ন কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে। যা বিগত কোনো সরকার করতে পারেনি। দীপু মনি বলেন, আমরা জীবনে অনেক কাজ করি। কিন্তু এসব কাজের মধ্যে অধিকাংশ কাজই নিজের জন্য করি। অন্যের জন্য কাজ করতে আমরা অভ্যস্থ নই। মূলত অন্যের জন্য কাজ করার মধ্যেই রয়েছে বড় ধরনের স্বার্থকতা। তাহলেই মানুষ আমাদের মনে রাখবে। স্থানীয়ভাবে এ সংগঠনটি যেভাবে এগিয়ে এসে মানুষকে সহায়তা করছে, নিশ্চয়ই এটি একটি মহৎ উদ্যোগ। সরকারের একার পক্ষে সব মানুষের প্রয়োজনীয়তা মেটানো সম্ভব নয়। আমরা নিজেদের আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা দরিদ্র, তাদের পুনর্বাসনের চেষ্টা করলেই অনেকাংশ আমাদের দরিদ্র্যতা কমে আসবে। সংগঠনের সভাপতি শহীদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজ খান বাদল প্রমুখ। অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিল আওয়ামী লীগ নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে বাবুরহাটসহ বিভিন্ন গ্রামের ৫৯ জন নারী ও পুরুষের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর