June 13, 2025, 10:57 pm

সংবাদ শিরোনাম
ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১ ঈদুল আযহার সরকারি ছুটির মাঝেও মাদারীপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চালু আছে জরুরি প্রসব সেবা কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই–সর্বস্বান্ত পরিবার ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা

রাতে মাহির সঙ্গে আড্ডা দেবার সুযোগ পেলেন ভক্ত

রাতে মাহির সঙ্গে আড্ডা দেবার সুযোগ পেলেন ভক্ত

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জন্মদিন । সারা দেশে হাজারো ভক্ত তার। তার মধ্য থেকে তিনজন ভক্ত জন্মদিনের আগের রাতে মাহির সঙ্গে আড্ডা দেবার সুযোগ পেলেন। মাহি নিজেও চেয়েছিলেন এবারের জন্মদিনে তিনি এই ভক্তদের সঙ্গে সময় কাটাবেন। মাহির এই তিন ভক্ত হলেন পটুয়াখালীর উজ্জ্বল দাস, সিলেটের রানা এবং বরিশালের রাইসুল। এরমধ্যে উজ্জ্বল দাস শুক্রবার বলেন, আমি মাহি আপুর অনেক বড় একজন ভক্ত।

তার জন্য একটা ফ্যান পেইজও খুলেছি আমি। তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আমি পটুয়াখালী থেকে ঢাকায় এসেছিলাম। গত বৃহস্পতিবার রাতে মাহি আপুর উত্তরার বাসায় গিয়ে তাকে শুভেচ্ছা জানালাম। আমার পাশাপাশি রানা ও রাইসুল নামে দুজন ভক্ত গতকাল ঢাকায় এসেছিল। মাহি আপু আমাদের তিন ঘণ্টার বেশি সময় দিয়েছেন। গাড়িতে ঘুরে বেড়াতে নিয়ে যাবার পাশাপাশি রেস্তরাঁয় রাতে ডিনার করিয়েছেন। আমাদের অনেক ভালো সময় কেটেছে। বিশেষ করে আমি মাহি আপু ও তার বর অপু ভাইকে ধন্যবাদ জানাতে চাই। এ প্রসঙ্গে মাহি বলেন, আমার কোনো চাওয়াই অপূর্ণ নেই। জন্মদিন নিয়ে আমার তেমন কোনো আয়োজন থাকে না। আমার ভক্তদের সঙ্গে বেশ ভালো সময় কেটেছে। আর পরিবারের সঙ্গে বর্তমানে সময় কাটাতে সিলেট এসেছি। বিশেষ দিনে কোনো শুটিং রাখি না। তাই বেশ আনন্দেই সময় কাটছে। উল্লেখ্য, মাহি বর্তমানে রবিন খানের ‘মন দেব মন নেব’ ছবির কাজ করছেন। আর সম্প্রতি তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিতে মাহির নায়ক হিসেবে কাজ করেছেন আরিফিন শুভ।

Share Button

     এ জাতীয় আরো খবর