December 25, 2024, 10:29 am

সংবাদ শিরোনাম
বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাস্ক-এর টুইট ঝড় সংবাদমাধ্যমের সমালোচনায়

মাস্ক-এর টুইট ঝড় সংবাদমাধ্যমের সমালোচনায়

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

বৃহস্পতিবার সাংবাদিকদের বিরুদ্ধে নিজের ক্ষোভ ঝেড়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা’র প্রধান ইলন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রয়টার্স, বিজনেস ইনসাইডার আর সিএনবিসি’র বিরুদ্ধে ক্ষুদ্ধ মতো প্রকাশ করেছেন তিনি।

রয়টার্স আর বিজনেস ইনসাইডার-এর বিরুদ্ধে মার্কিন এই প্রকৌশলী ও ধনকুবেরের অভিযোগ হচ্ছে এই সংবাদমাধ্যম দু’টি মিথ্যা বা ভুল তথ্য বোঝায় এমন খবর প্রকাশ করে। আর সিএনবিসি’র ফিচার বিশ্লেষকরা বাজে পূর্বাভাস দেন বলে দাবি তার।

আগেও সংবাদমাধ্যমগুলোর সঙ্গে মাস্কের বিরোধপূর্ণ সম্পর্কের নজির পাওয়া গিয়েছে। সাংবাদিকদের সমালোচনা করে নিজেই সংবাদকর্মী ও প্রকাশনাগুলোর মান নিয়ে রেটিং করবেন এমন প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা জানিয়েছিলেন একাধারে টেসলা, স্পেসএক্স আর বোরিং কোম্পানির প্রধান হিসেবে থাকা এই প্রকৌশলী। সাংবাদিক আর বিনিয়োগকারীরা টেসলার দুর্ঘটনা বা অন্য বিষয়গুলোতে বেশি নজর দেন বলে অভিযোগ করেছিলেন তিনি। এ ক্ষেত্রে টেসলার বিজ্ঞাপন না দেওয়া আর জীবাশ্ম জ্বালানি ও গ্যাস বা ডিজেলচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনে বড় বিনিয়োগকে কারণ হিসেবে দেখিয়েছিলেন তিনি।

টেসলা তাদের গাড়ির ব্রেক পরীক্ষা বন্ধ করে দিয়েছে এমন সংবাদ আর মডেল ৩ গাড়ি নিয়ে বিশ্লেষকদের উদ্বেগের কারণে মঙ্গলবার (৩ জুলাই) টেসলার শেয়ারমূল্য পড়ে গেছে- ওইদিনই সংবাদমাধ্যম রয়টার্স তাদের এমন একটি প্রতিবেদন টুইটারে শেয়ার করে। এই খবর থেকেই নতুন এই আলোচনার জন্ম। রয়টার্সের ওই টুইট ৪ জুলাই রিটুইট করে আলেজান্দ্রো পেরেজ নামের এক ব্যবহারকারী জিজ্ঞাসা করেন, “রয়টার্স টেসলার বিপক্ষে কিনা?”। ৫ জুলাই এই টুইটের জবাবে রয়টার্সকে উদ্দেশ্য করেই মাস্ক বলেন, “রয়টার্স টেসলা সম্পর্কে সব সময় একদম নেতিবাচক। তারা মডেল এস-এর উৎপাদন গেল সপ্তাহে আটশ’ কমে গিয়েছে জানিয়ে একটি বাজে প্রতিবেদন লিখেছে। এস বা এক্স-এর বার্ষিক উৎপাদন প্রায় এক লাখ ঠিক করা, মানে সপ্তাহে ১৯০০টি। গেল সপ্তাহে টেসলা আমাদের মান অনুযায়ী ১৯১৩টি গাড়ি বানিয়েছে যেখানে এস আর এক্স-এর অনুপাত প্রায় ৫০/৫০, যা লক্ষ্য অনুযায়ী ঠিক আছে।”

তারপর আলাদা আরেকটি টুইটে সংবাদমাধ্যমটিকে উদ্দেশ্য করে তিনি জিজ্ঞাসা করেন, “রয়টার্স, আপনারা কেন মানুষকে এই সংখ্যা নিয়ে ভুল তথ্য দিচ্ছেন?”

ওই টুইটের নিচে হ্যানস নামের এক ব্যবহারকারী জানান, রয়টার্স প্রতিবেদক স্যাল রড্রিগুয়েজ “সত্যিই নোংরা” আর তিনি মাস্ক-কে তার জন্মদিনেও “খোঁচা দিয়েছিলেন”। এই ‘খোঁচা দেওয়া’ পোস্টের একটি লিঙ্কও টুইটে জুড়ে দেন তিনি।

এরপর ক্ষিপ্ত হয়ে উঠেন মাস্ক। নিজের পরবর্তী টুইটে ওই প্রতিবেদক আর রয়টার্সকে ট্যাগ করে তিনি বলেন, “বাহ, তার মানে রয়টার্সের স্যাল১৯ (ওই প্রতিবেদকের আইডি) এমন প্রতিবেদন লিখেছেন যা মানুষকে মডেল ৩ উৎপাদন নিয়ে ভুল তথ্য দেয় আর এর সঙ্গে আমার জন্মদিনেও আমাকে উদ্দেশ্য করে বাজে টুইট করে। সুন্দর কাজ স্যাল১৯ ও রয়টার্স।”

এই টুইট ঝড়ে একপর্যায়ে জেমস স্টিফেনসন নামের এক ব্যবহারকারী জানান, বিশ্লেষণায় টেসলার সর্বনিম্ন শেয়ারমূল্য উল্লেখকারী বিশ্লেষকের রেটিং ১.৫ তারকা (সম্ভবত ৫ তারকার মধ্যে)। “আপনি তাকে এখনও সিএনবিসিতে টেসলা নিয়ে কথা বলতে দেখবেন”- বলেন তিনি।

এই টুইট দেখার পর মাস্ক-এর অভিযোগের তীর ছুটে সিএনবিসির দিকেও। মার্কিন সংবাদমাধ্যমটিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অদ্ভুত। সিএনবিসি, এটি কি সত্যি যে আপনারা এত কম রেটিং আর অত্যন্ত বাজে পূর্বাভাস দেওয়ার রেকর্ড আছে এমন বিশ্লেষকদের রাখছেন? আপনাদের দর্শকরা কি কোনো বিশ্লেষকের মতামত শোনার আগে তাদের আগের রেকর্ড সম্পর্কে জানছেন?”

মাস্ক-এর এই টুইটের জবাবে সংবাদমাধ্যমটির প্রতিবেদক ফিল লেবিউ মাস্ক-কে ফোন দিয়ে মন্তব্য করার আমন্ত্রণ জানান। সিএনবিসির’র ‘পাওয়ার লাঞ্চ’ অনুষ্ঠানে তিনি বলেন, “যদি এমন কিছু থাকে যা ভুল বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যেকোনো মাধ্যমে, আজকে কল করুন। আমরা আপনাকে সম্প্রচারে নিয়ে আসতে আনন্দিত হব।”

টুইটের জবাব দিলেও মাস্ক ফোন করেননি বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে। মাস্ক বলেন, “আমি সব গণমাধ্যম বা পুরো সিএনবিসিকে আক্রমণ করছি না। শুধু জিজ্ঞাসা করছি আপনারা কোনো বিশ্লেষককে আপনাদের অনুষ্ঠানে আনার আগে তার আগের রেকর্ড মানুষকে জানান কিনা।”

সিএনবিসির প্রতিবেদন মতে মাস্ক-এর ‘সবচেয়ে কড়া’ সমালোচনা ছিল বিজনেস ইনসাইডার প্রতিবেদক লিনেটে লোপেজ-এর বিরুদ্ধে। এই প্রতিবেদক টেসলা নিয়ে “কয়েকটি মিথ্যা প্রতিবেদন” প্রকাশ করেছেন আর টেসলার এক সাবেক কর্মীকে প্রতিষ্ঠান নিয়ে তার মূল্যবান মেধাসত্ত্ব দিতে অর্থ পরিশোধ করেছেন বলে অভিযোগ মাস্ক-এর।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনাটির প্রধান সম্পাদক অ্যালিসন শনটেল জবাবে টুইটে জানান, প্রকাশনাটি কোনো সূত্রকে অর্থ পরিশোধ করে না। সেই সঙ্গে লোপেজ-এর প্রতিবেদনের পক্ষে অবস্থান নেন তিনি।

চীনে বিনিয়োগের বিষয়ে বিনিয়োগ পরামর্শদাতা প্রতিষ্ঠান কায়নিকস অ্যাসোসিয়েটস-এর প্রধান জিম চেনোস-এর পরামর্শ নিয়ে লেখা এক প্রতিবেদনে তার সঙ্গে সম্মতি প্রকাশের কারণে লোপেজ-এর নিন্দা করেন মাস্ক।

মাস্ক-এর এই সমালোচনার জের ধরে মন্তব্যের জন্য মেইল করা হলেও রয়টার্সের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায় নি বলে উল্লেখ করা হয়েছে সিএনবিসি’র প্রতিবেদনে। আর কোনো মন্তব্য করতে সাড়া দেয়নি টেসলাও।

Share Button

     এ জাতীয় আরো খবর