January 16, 2025, 10:09 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

বরিশাল অঞ্চল শিল্পায়নের জন্য উৎকৃষ্ট জনপদ: আমু

বরিশাল অঞ্চল শিল্পায়নের জন্য উৎকৃষ্ট জনপদ: আমু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বর্তমান সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে বরিশাল অঞ্চলে কৃষিভিত্তিক, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটনসহ উদীয়মান বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামোর সুবিধা এ সম্ভাবনাকে আরও জোরদার করেছে। এখান থেকে নদীপথে পণ্য পরিবহনও সুবিধাজনক। এছাড়াও স্থানীয়ভাবে কাঁচামাল সহজলভ্য। সার্বিক বিবেচনায় বরিশাল অঞ্চল শিল্পায়নের জন্য উৎকৃষ্ট জনপদ। গতকাল শনিবার বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃহত্তর বরিশাল অঞ্চলের শিল্প একাডেমি জোট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু একথা বলেন। এসময় শিল্পমন্ত্রী বলেন, বরিশাল অঞ্চলে শিল্পায়নের বিদ্যমান সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে। মোট কথা শিল্পায়নের জন্য বিশ্ববিদ্যালয় শিল্প সংযোগ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমাদের শিল্প উদ্যোক্তাদের অধিকাংশই প্রথম জেনারেশন অতিক্রম করছে। কোনো ধরনের শিল্প স্থাপন লাভজনক হবে, বাজারে কি ধরনের পণ্যের চাহিদা বেশি, কীভাবে প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হবে, কীভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো এবং ভ্যালু এডিশন করা যায় ইত্যাদি বিষয়ে তাদের ধারণা কম। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষক, উন্নয়ন চিন্তাবিদ, শিল্প বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ তথা এককথায় একাডেমিয়ার পক্ষ থেকে নতুন প্রজন্মের শিল্প উদ্যোক্তাদের সাহায্য করতে হবে। তাদের টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। বরিশাল অঞ্চলে অপার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত এ অঞ্চলে উল্লেখযোগ্য শিল্প কারখানা গড়ে ওঠেনি। এর জন্য নীতি নির্ধারক, উদ্যোক্তা ও একাডেমিয়া সবার সমান দায়বদ্ধতা রয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা শিল্প সহায়ক অবকাঠামো করে দিচ্ছি। উন্নত বিশ্বে এখন চতুর্থ শিল্প বিপ্লবের ধারা চলছে জানিয়ে আমু বলেন, বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব চললেও বাংলাদেশ এখন তৃতীয় শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। শিল্পসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রয়াস এই শিল্প বিপ্লবেরই বাস্তবতা। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সাফল্যের দ্বারপ্রান্তে। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্র। এ অভীষ্ট লক্ষ্য অর্জনে শুধু তৃতীয় শিল্প বিপ্লব নয়, চতুর্থ শিল্প বিপ্লবের সুফলও কাজে লাগাতে হবে। শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বরিশাল অঞ্চলসহ বাংলাদেশের জ্ঞানভিত্তিক শিল্পায়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা এগিয়ে নিতে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শক্তিশালী গবেষণা ও উন্নয়ন সেল গঠনের মাধ্যমে শিল্প গবেষণা জোরদার করে শিল্পায়নের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে হবে। পাশাপাশি এগুলো মোকবিলায় কার্যকর কর্মপন্থা নির্ধারণ করে কাঙ্খিত গন্তব্যের পথে এগিয়ে নিতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস এম ইমামুল হক এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের পরিচালক প্রফেসর মিজানুর রহমান। বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের পরিচালক ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক-এর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান এবং বেঙ্গল বিস্কুট কোম্পানির ম্যানেজার আবদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, পরিচালক, অফিস প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর