বদলি হয়ে আসা খালেদ আলো ছড়ালেন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শুরুতে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে ছিলেন না সৈয়দ খালেদ আহমেদ। কিন্তু দলের সঙ্গে কয়েক দিন অনুশীলনের পর অসুস্থ হয়ে পড়লেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার বদলে ডাক পেলেন খালেদ। শেষ মুহূর্তে দলে যোগ দিয়ে জায়গা করে নিলেন একাদশে। নজর কাড়লেন পারফরম্যান্সেও। চার দিনের ম্যাচের প্রথম দিনে সবচেয়ে উজ্জ্বল সিলেটের এই পেসারই।
তিন ম্যাচ সিরিজের প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনে চট্টগ্রামে বৃষ্টির কারণে খেলা হতে পেরেছে ৬০.৩ ওভার। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দল করেছে ৪ উইকেটে ১৭১ রান।
চার উইকেটের তিনটিই নিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ২৫ বছর বয়সী পেসার খালেদ।
বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন টেস্ট দলে জায়গা হারানো মোসাদ্দেক হোসেন। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে ‘এ’ দলে সুযোগ পাওয়া তুষার ইমরান জায়গা পেয়েছেন একাদশেও।
টস জিতে ব্যাটিংয়ে নামেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারতেœ। ওপেনিং জুটির সঙ্গীকে হারান খুব দ্রুতই। ৪ রান করা ওপেনার লাহিরু মিলান্থাকে ফিরিয়ে দেন খালেদ।
তার আগেই আউট হতে পারতেন করুনারতেœ। খালেদের বলে স্লিপে তার ক্যাচ ছাড়েন সৌম্য সরকার। বাঁহাতি ওপেনার পরে জীবন পান অফ স্পিনার নাঈম হাসানের বলেও।
সুযোগ পেয়ে করুনারতেœ করেন ফিফটি। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন লাহিরু থিরিমান্নের সঙ্গে। শেষ পর্যন্ত ৬০ রানে করুনারতেœকে ফিরিয়েছেন সেই খালেদই।
ডানহাতি এই পেসার পরে ফিরিয়েছেন শ্রীলঙ্কার তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রতিভাবানদের একজন বলে বিবেচিত, চার টেস্ট খেলা ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমাকে।
আরেক পেসার আবু হায়দার রনি মাঝে ফেরান মিডল অর্ডার আশান প্রিয়াঞ্জনকে। তবে এক পাশ আগলে লঙ্কানদের টেনে নিয়েছেন থিরিমান্নে।
জাতীয় দলে জায়গা ফিরে পেতে এই সফর ভীষণ গুরুত্বপূর্ণ থিরিমান্নের জন্য। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান প্রথম সুযোগেই কাজে লাগানোর পথে। দিন শেষে অপরাজিত আছেন ৬৬ রানে।
উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন তরুণ অফ স্পিনার নাঈম। তবে এদিন খুব সুবিধে করতে পারেননি আরেক স্পিনার বাঁহাতি নাজমুল অপু।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস: ৬০.২ ওভারে ১৭১/৪ (করুনারতেœ ৬০, মিলান্থা ৪, থিরিমান্নে ৬৬*, প্রিয়াঞ্জন ২৩, সামারাবিক্রমা ২, আসালাঙ্কা ১২*; আবু হায়দার ৯-১-২২-১, খালেদ ১৪-৫-৩৭-৩, নাঈম ১৫-২-৩৭-০, সাইফ উদ্দিন ৬.২-১-১৪-০, নাজমুল অপু ৮-০-৩৭-০, মোসাদ্দেক ৩-১-৫-০, সৌম্য ৫-১-১৭-০)।
বাংলাদেশ ‘এ’ দলের একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম হাসান, জাকির হাসান, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার, খালেদ আহমেদ।