ডিটেকটিভ বিনোদন ডেস্ক
একবার ভালবাসার কথা শোনার জন্য সাদিয়ার পেছনে ঘুরছে জিদান। ফকির-দরবেশের কাছে যাওয়া, পীরের মাজার থেকে হালুয়া এনে এক নিয়তে খাওয়া, তাবিজ বালিশের নিচে রেখে ঘুমানো, কবিরাজের কথায় মধ্য রাতে ছাদের মধ্যে সাদিয়ার নামে জিকির করা, দরবেশের কথায় সাদিয়ার নামে ল্যাংটা বাচ্চদের খিচুড়ি খাওয়ানোসহ অনেক কিছু করেন। এত কিছু করার পরও জিদানের মনে হয় সাদিয়া এখন তার থেকে আরো অনেক দূরে চলে গেছে।
এমন গল্পে তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ‘লাভ এক্সচেঞ্জ’ নাটক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তৌসিফ মাহবুব, তানভীর, মনিরা মিঠু, আসিফ নজরুল, নাজিমুদ্দিন নাহিদ, নুরুল ইসলাম, পথিক জুয়েল প্রমুখ।
হানিফ পালোয়ানের রচনায় সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। পিক্সেল প্রোডাকশন ও ড্রিম আর্টিসানের যৌথ প্রযোজনায় নির্মিত এ নাটকটি খুব শিগগির আরটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।