January 10, 2025, 6:03 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর

৩ সিটিতে মেয়র পদে আজ ফরম দেবে বিএনপি

৩ সিটিতে মেয়র পদে আজ ফরম দেবে বিএনপি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে ভোট করতে আগ্রহীদের মনোনয়ন ফরম আজ বুধবার বিতরণ করবে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রির পরদিন আগামীকাল বৃহস্পতিবার তা জমা নেওয়া হবে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র উত্তোলন এবং বৃহস্পতিবার সেই মনোনয়নপত্র পূরণ করে তা জমা দেওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম কিনতে হবে ১০ হাজার টাকায়; জমা দেওয়ার সময়ে জামানত হিসেবে ২৫ হাজার টাকা দিতে হবে। প্রার্থীদের সাক্ষাৎকার কবে হবে, তা পরে জানানো হবে বলে জানান রিজভী। আগামি ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। সিলেট, রাজশাহী ও বরিশালের বর্তমান মেয়ররা সবাই বিএনপির। রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটে আরিফুল হক চৌধুরী ও বরিশালে আহসান হাবীব কামাল। ২০১৩ সালে একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের হারিয়ে মেয়র নির্বাচিত হন। এবার তারাই বিএনপির মনোনয়ন পাবেন কি না, তা অনিশ্চিত। সম্প্রতি অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচন এবং এই মাসে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি বর্তমান মেয়রদের বাদ দিয়ে নতুন প্রার্থী দিয়েছিল। নয়া পল্টনে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও ছিলেন। এছাড়াও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু।

Share Button

     এ জাতীয় আরো খবর