September 22, 2024, 2:08 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

‘আমরা সংগ্রামে জয়ী হব, জনগণ আমাদের সঙ্গে আছে’ : খসরু

‘আমরা সংগ্রামে জয়ী হব, জনগণ আমাদের সঙ্গে আছে’  : খসরু

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় বলেছেন, ‘আমাদের অবস্থান, আমাদের নির্ভরশীলতা বাংলাদেশের জনগণের ওপর। কোনো দেশ বা রাষ্ট্রীয় কোনো সংস্থার ওপর আমাদের নির্ভরশীলতা নেই।’

তিনি বলেন, ‘যেসব দল রাষ্ট্রীয় সংস্থার ওপর নির্ভরশীল, অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল সে দলগুলো অস্থায়ী ভাবে হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবে। কিন্তু, সেটা দীর্ঘস্থায়ী হতে পারবে না। আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ জনগণ আমাদের সাথে আছে।’

খসরু আরো বলেন, ‘আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।’

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী রবিবার (১৭ জুন) তার চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময়ে এসব কথা বলেন।

অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান দলের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রামে নিজ বাসায় শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার যে নির্বাচন দিতে চায় তাতে জনগণ ভোট দিতে পারবে না।

চলমান অবস্থাকে রাজনৈতিক সংকট মন্তব্য করে আন্দোলনের মাঠে নামার কথা
বলেন এই বিএনপির নেতা।

তিনি বলেন, ‘সামনে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু যে নির্বাচন এই সরকার করতে চায় সে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না।’

আবদুল্লাহ আল নোমান আরো বলেন, ‘ ব্যালট ছিনতাই হবে। এর থেকে বাঁচতে হলে সহায়ক সরকার দরকার, নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার।’

এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন এই সময় নগরীর একটি কমিউনিটি সেন্টারের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর