বাঁধনের চেয়ে ১২ বছরের ছোট!
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
বিয়ে করলেন লাক্স তারকা আজমেরি হক বাঁধন। তার চেয়ে ১২ বছরের ছোট একজনকে বিয়ে করেছেন তিনি। তবে এটা বাস্তবে নয়। ‘দি পাবলিক’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে এমনটা করেছেন এ অভিনেত্রী। বাঁধনের বিপরীতে এই ধারাবাহিকে অভিনয় করছেন এই সময়ের তরুণ অভিনেতা জোভান আহমেদ। ধারাবাহিকটি পরিচালনা করছেন জুয়েল মাহমুদ।
এরই মধ্যে এটির ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানা যায়। গল্পে দেখা যাবে, বাঁধন জোভানকে বিয়ে করে বাবার বাড়িতেই থাকছেন। ঘরজামাই হয়ে জোভানের সময় কাটছে। জোভানকে বিয়ে করার কারণ হলো বাঁধনের সবকিছু যেন সে মেনে চলে। তার কথার বাইরে যেন না যায়। নাটকটি নিয়ে দারুণ আশাবাদী বাঁধন। দর্শক উপভোগ্য একটি নাটক হচ্ছে বলে জানান তিনি। জোভানও ধারাবাহিকটিতে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। বাঁধনের সঙ্গে অনেক মজা করে অভিনয় করছেন বলে তিনি জানান। বাঁধন ও জোভান ছাড়াও এই ধারাবাহিকে আরো অভিনয় করছেন আবুল হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, আলভী, নাদিয়া মিম। এদিকে বাঁধন বর্তমানে কাজ কম করছেন বলেও জানান। সম্প্রতি তার ডিভোর্সের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে তার বিচ্ছেদ ২০১৪ সালের ২৬শে নভেম্বর হয় বলে জানান তিনি। স্বামী মাশরুর সিদ্দিকী সনেটের জন্য তিনি পারিবারিক আদালতে মামলাও করেন। ২০১০ সালের জানুয়ারিতে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন বাঁধন। এরপর সে বছরের ৮ই সেপ্টেম্বর তাদের মেয়ে সায়রার জন্ম হয়।