July 17, 2025, 7:14 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

ভিন্ন সাজে জায়েদ-পরী

ভিন্ন সাজে জায়েদ-পরী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছবির নাম ‘অন্তর জ¦ালা’। পরিচালনা করেছেন মালেক আফসারী। গত মার্চে সেন্সরে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। এ ছবিতে তাদের দুজনকে ভিন্ন সাজে দেখবেন দর্শকরা। অন্যসব ছবি থেকে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করেছেন তারা।

ছবিটি নিয়ে অভিনেতা জায়েদ খান বলেন, এটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। আমাদের মান্না ভাইয়ের জীবনের অংশবিশেষ ও তার একজন ভক্তের জীবনকাহিনী নিয়ে গড়ে উঠেছে এ ছবির গল্প। ছবিতে আমার চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আফসারী ভাই আমাকে ভিন্নভাবে পর্দায় উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমিও কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। পিরোজপুর, মংলাবন্দরসহ

বেশকিছু লোকেশনে এ ছবির কাজ হয়েছে। পরীমনি বলেন, মালেক আফসারীর ছবিতে কাজ করার স্বপ্ন ছিল আমার। সেটি পূরণ হয়েছে। এ ছবির গল্পটিও চমৎকার। আর আমার চরিত্রটাও ভিন্ন রকম। সবকিছু মিলিয়ে এ ছবি নিয়ে আমি আশাবাদী। ছবিতে প্রয়াত নায়ক মান্না অভিনীত বেশ কিছু ছবির ফুটেজও দেখানো হবে। এর মধ্য দিয়ে প্রয়াত নায়ক মান্নাকে সম্মান জানাতে চেয়েছেন পরিচালক মালেক আফসারী। ‘অন্তর জ¦ালা’য় আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহানা জলি, বড়দা মিঠু প্রমুখ। ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা মালেক আফসারী বলেন, বেশ চ্যালেঞ্জ নিয়ে ছবির কাজটি করেছি। ১৫ই ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের প্রতিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্তর জ¦ালা’। আশা করি, অতীতের সব রেকর্ড ভেঙে আসব আমি। বাংলাদেশের ছবির বিজয় হবে বিজয় মাসে।

Share Button

     এ জাতীয় আরো খবর