রাকিব হোসেন ভোলা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ অচিরেই প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিনত হবে। তিনি বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে এনেছেন। ১১ জুন সোমবার উপজেলা পরিষদ হলরুমে সিসিআরআইপি আয়োজিত বাজার উন্নয়ন কাজের এলসিএস মহিলাদের মাঝে লভ্যাংশ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। তিনি বলেন, গ্রামের গরিব অসহায় পরিবার গুলো ইফাদ সাহায্যপুষ্ঠ সহায়তার মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে। বর্তমান সরকার নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। অনুষ্ঠানে ২৭ জন মহিলাকে ৩৭ হাজার টাকা করে প্রদান করা হয়। উপজেলা প্রকৌশলী মোঃ ফোরকান সিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য মাকসুদ হাওলাদার ও মনির হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোশারফ হোসেন সোহেল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল দুলাল, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, হেদায়েতুল ইসলাম মিন্টু, ফরাজ গঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রমুখ। অনুষ্ঠানে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুন ২০১৮/ইকবাল