December 27, 2024, 6:49 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

মন ভালো থাকে গাছের কাছে

মন ভালো থাকে গাছের কাছে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ ভালো অর্থে ব্যবহার না হলেও, বনে গিয়ে বসবাস করতে পারলে মানসিক চাপ থেকে দূরে থাকার পাশাপাশি মস্তিষ্ক সবল থাকার সম্ভাবনা বাড়বে।

আর এরকম তথ্য উঠে এসেছে জার্মানির ইউনিভার্সিটি মেডিকল সেন্টার হ্যামবার্গ-ইপেনডর্ফ (ইউকেই)’র এক গবেষণায়।

গবেষকরা জানান, বাসস্থান প্রকৃতির কাছাকাছি থাকলে মস্তিষ্ক থাকে সুস্থ সবল। ফলে শহরবাসীদের তুলনায় তাদের মানসিক চাপ, হতাশা, অস্বস্তি সৃষ্টি হওয়ার আশঙ্কাও কম থাকে।

গবেষণার ফলাফল থেকে আরও জানানো হয়, মফস্বল এলাকায় বসবাসকারীদের তুলনায় শহরবাসীদের হতাশা, অস্বস্তি, ‘স্কিৎযোফ্রিনিয়া’ ইত্যাদি মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

কারণ শহর শব্দ ও বায়ু দূষণে ভরপুর, জনসংখ্যার ঘনত্ব বেশি। ফলে দীর্ঘমেয়াদী মানসিক চাপও বেশি।

‘সাইন্টিফিক রিপোর্টস’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, শহরবাসীদের মস্তিষ্কের কেন্দ্রিয় নিউক্লিয়াস ‘অ্যামিগডালা’ অত্যন্ত সক্রিয় থাকতে দেখা গেছে; যা মানসিক চাপ ও বিপদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অপরদিকে, গাছপালা ঘেরা অঞ্চলে বসবাসকারীদের মস্তিষ্কের ‘অ্যামিগডালা’ তুলনামূলক বেশি সুস্থ থাকে। ফলে ধারণা করা যায় তাদের মানসিক চাপের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা তুলনামূলক বেশি থাকে।

প্রধান গবেষক, জার্মানির ইউনিভার্সিটি মেডিকাল সেন্টার হ্যামবার্গ-ইপেনডর্ফ (ইউকেই) হাসপাতালের মনোবিজ্ঞানি সায়মন কুন বলেন, “মস্তিষ্কের স্থিতিস্থাপকতার উপরে করা গবেষণাগুলো সমর্থন করে যে পরিবেশ মস্তিষ্কের গঠন এবং কার‌্যাবলী নিয়ন্ত্রণ করতে পারে। তাই কোন পরিবেশ মস্তিষ্কের উপর উপকারী প্রভাব ফেলে তা নিয়ে আমরা আগ্রহী।”

তিনি আরও বলেন, “মফস্বল এলাকার বাসিন্দাদের উপর করা গবেষণায় এরইমধ্যে দেখা গেছে যে গাছপালা ঘেরা পরিবেশে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। তাই আমরা সিদ্ধান্ত নেই শহরবাসীদের নিয়ে গবেষণা চালানোর।”

গবেষকরা জানান, ২০৫০ সাল নাগাদ বিশ্ব জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই শহরে বসবাস করবে।

তাই তারা আশা করেন এই গবেষণাগুলো নগর পরিকল্পনায় কাজে আসবে।

ছবি: রয়টার্স।

Share Button

     এ জাতীয় আরো খবর