তন্ময় ধর নওগাঁ প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামালায় জেলে রেখে সু-চিকিৎসা না দেওযায় প্রতিবাদে, প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার বেলা ১২টায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, যুগ্ম সম্পাদক ও ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক, আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা,জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দোহা, সহসভাপতি এরশাদসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবী জানান। অপরদিকে, এই প্রতিবাদ সভা চলাকালীন সময়ে নব গঠিত জেলা ছাত্রদলের কমিটি মানি না মানব না, এই কমিটি পকেট কমিটি, টাকার বিনিময়ে অবৈধ কমিটি মানি না মানব না বলে শ্লোগান দিতে থাকে কমিটিতে পদ বঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দরা।
প্রাইভেট ডিটেকটিভ/১১ জুন ২০১৮/ইকবাল