জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ জুন) সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহাম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১০ জুন ২০১৮/ইকবাল