September 21, 2024, 11:15 pm

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নির্বাচন সামনে রেখে বাজেট দেওয়া হয়নি: তোফায়েল

নির্বাচন সামনে রেখে বাজেট দেওয়া হয়নি: তোফায়েল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাজেট প্রস্তাব দেওয়া হয়নি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ শেষে মন্ত্রী এ কথা বলেন। তোফায়েল বলেন, আমরা নির্বাচন সামনে রেখে বাজেট দেই নাই। আমাদের প্রতিটি বাজেটই জনবান্ধব বাজেট, গণমুখী বাজেট। প্রতিটি বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পায়। এবারের বাজেটের মধ্য দিয়ে সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হবে। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করেছে। এটা তাদের চিরাচরিত অভ্যাস। বাজেট সম্পর্কে তোফায়েল আরো বলেন, এই বাজেটের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে। আমাদের যে টার্গেট ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যসীমা ৩ শতাংশের নিচে নামিয়ে আনা, সেই টার্গেটে আমরা পৌঁছাতে পারব। সপ্তম, পঞ্চম বার্ষিকী পরিকল্পনা সামনে রেখে আমরা এই বাজেট দিয়েছি। সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিএনপি বারবার বলছে তারা নির্বাচনে আসবে না। বিএনপি নিজের প্রয়োজনে নির্বাচনে আসবে। ১৯৭০ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন যারা নির্বাচনে আসেনি, তারা বিলীন হয়ে গেছে। ২০১৪ সালে নির্বাচন না করে যে ভুল করেছে, এবার সেই ভুল করবে বলে আমি মনে করি না। তাদের অস্তিত্ব রক্ষা করার জন্যই বিএনপি নির্বাচনে আসবে, এতে আমার কোনো সন্দেহ নাই। এর আগে ইউনিয়ন পরিষদ চত্বরসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে অন্তত ১০ হাজার মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বিভিন্ন স্থান থেকে হাজারো নারী-পুরুষ সকাল থেকে প্রচ- রোদ উপেক্ষা করে এই শাড়ি-লুঙ্গি নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর