Exif_JPEG_420
ভোলার সদর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা আলীনগর। এই ইউনিয়নে গত ৪০ বছরে যে উন্নয়ন ঘটেনি তা বিগত ৩ বছরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এম পি সাহেবের বদান্যতায় তার চেয়েও বেশি উন্নয়ন হয়েছে। পাশাপাশি বেড়েছে শিক্ষার হার। সরেজমিনে দেখা গেছে অবকাঠামোগত উন্নয়ন হলেও বেড়েছে সামাজিক অবক্ষয়। যার মূল কারন মাদক। বর্তমানে এলাকায় কলেজ এমনকি স্কুলপড়ুয়া ছেলেদের মাঝেও দেখা যাচ্ছে মাদক গ্রহনের প্রবনতা। বিশেষ করে ইয়াবায় আসক্ত হচ্ছে উঠতি বয়সের কিশোরেরা। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি আলীনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব বশির আহমেদ বলেন, আমাদের পারিবারিক সচেতনতা এবং নৈতিকতার অভাবের কারনে আজ আমাদের এই অবস্থা। তবে এই অবস্থা থেকে উত্তরনের জন্য আমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকতে হবে। জনগন এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদেরকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে।