রাকিব হোসেন ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলায় যুবদলের নতুন কমিটির সভাপতি জামাল উদ্দিন লিটনের নেতৃত্বে শহরে বিশাল শোডাউন করে দলীয় অফিস দখল নেয় নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে তারা কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে মিছিল করে। পরে মিছিলটি বিএনপি অফিসমুখী হলে পুলিশের বাধার মুখে পড়ে নতুন কমিটির অসংখ্য নেতাকর্মীরা,পরে ফিরে এসে জেলা যুবদল অফিসের সামনে সামবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন , সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক আব্দুল কাদের সেলিম, সহসভাপতি ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ প্রমুখ। উল্লেখ্য, ভোলায় ৪ দিন ধরে পদবঞ্চিত বিদ্রোহী নেতারা নতুন কমিটির বিরুদ্ধে শহরে মিছিল করে এবং বিরোধী নেতাদের দেয়া, অফিসের তালা ভেঙে মঙ্গলবার দুপুরে দখল নিয়েছে জেলা যুবদলের নতুন কমিটির নেতারা। এর আগে কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পর গত শনিবার থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে মিছিল করে। একই সঙ্গে পদবঞ্চিতরা জেলা যুবদল অফিস ও জেলা বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেয়।
প্রাইভেট ডিটেকটিভ/৭জুন ২০১৮/ইকবাল