মোঃ ফখরুল ইসলাম জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,সাধারন সম্পাদক এড.মামুনুর রশীদ কয়েছ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বাজু,যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনের সাথে গত সোমবার (০৪জুন) সৌজন্য সাক্ষাত করেছেন জগন্নাথপুর উপজেলা যুবদল ও জগন্নাথপুর পৌর যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ-কে যুবদল জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং কুশলাদি বিনিময় করেন।সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন যুবদল জগন্নাথপুর শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম,যুগ্ম-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান, হাজী সুহেল খান টুনু,উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক, রাসেল বক্স,জাকির হোসেন,সৈয়দ মিজান,রওশন মিয়া। জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া,পৌর যুবদল নেতা শামিম আহমদ,বেলাল আহমদ,তারেক আহমদ প্রমূখ। সাক্ষাতকার অনুষ্টানে জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম জেলা নেতৃবৃন্দের কাছে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আগামীদিনের আন্দোলন সংগ্রামে জগন্নাথপুরের রাজপথে বলিষ্ট ভুমিকা রাখতে দ্রুত জগন্নাথপুর উপজেলা যুবদল ও জগন্নাথপুর পৌর যুবদলের পুর্নাঙ্গ কমিটি ঘোষনার দাবী করেন।
প্রাইভেট ডিটেকটিভ/৬জুন ২০১৮/ইকবাল