জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান গতকাল সোমবার এই ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত ২ হাজার ৩০০ জনের মেধাক্রম প্রকাশ করেন। তাদের মধ্যে ৪৬০ জন শেষ পর্যন্ত এই অনুষদের চারটি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু মোট ১৩ হাজার ৫৬ জন শিক্ষার্থী গত শুক্রবার বিকাল ৩টা থেকে এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় অংশ নেন। ভর্তির সময়সূচি ও নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।