October 6, 2024, 4:29 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

বাড়তি ওজন মানেই কি অসুস্থ?

বাড়তি ওজন মানেই কি অসুস্থ?

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অতিরিক্ত ওজন সুস্বাস্থ্যের অন্তরায়। তবে স্বাভাবিকের চাইতে একটু বাড়তি ওজন শরীরের জন্য ক্ষতিকর নাও হতে পারে।

বাড়তি ওজন বা ‘বডি ম্যাস ইনডেক্স’য়ের মাত্রা বেশি হলে শরীরের সকল সমস্যা জন্য দায়ী করা হয়। ‘ওবেসিটি’ বা অতিরিক্ত বাড়তি ওজনের ব্যাপারটা বাদ দিলে কিছুটা বাড়তি ওজন কি আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, যারা বাড়তি ওজনধারী তাদের জন্য সব ধরনের রোগবালাইয়ের আশঙ্কা আসলেই বেশি।

‘আর্কাইভস অফ ইন্টারনাল মেডিসিন’ নামক জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, যাদের ওজন স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি বা ‘ওভারওয়েট’ তাদের কোলেস্টেরল, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেশি হওয়ার আশঙ্কা বাড়ে ৫০ শতাংশ। তবে যাদের ওজন অতিরিক্ত বেশি বা ‘ওবিস’ তাদের এসব রোগের আশঙ্কা ৭৫ শতাংশ। আর স্বাভাবিক ওজনের একজন ব্যক্তির ঝুঁকি ২৫ শতাংশ।’

চিন্তার বিষয় হল ওজনের এই পরিমাপ কতটা যুক্তিসঙ্গত? ওজন মাপার যন্ত্র এবং ‘বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)’ কোনোটাই চর্বি আর পেশির মধ্যে পার্থক্য ধরতে পারে না। যেমন, প্রতিটি পেশাজীবী খেলোয়াড়ের বিএমআই মাত্রা বেশি। তবে সেটার কারণ চর্বি নয়, পেশি।

এই তথ্য যদি বিবেচনা করা না হয় তাহলে স্বাভাবিকের চাইতে ওজন একটু বেশি হওয়ার কি রোগবালাইয়ের কারণ হতে পারে?

২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ওষুধ বিশেষজ্ঞ ক্যাথরিন ফ্লিগাল বলেন, “‘অভারওয়েট’ বা ওজন সামান্য বেশি তবে ‘ওবিস’ বা অতিরিক্ত মোটা না, সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি এক শতাংশও বাড়ে না।”

আশ্চর্যজনক ব্যাপার হল, ২০১৩ সালে ক্যাথরিন ফ্লিগাল আরেক গবেষণায় দেখান, যাদের বিএমআই’য়ের মাত্রা ২৫ থেকে ৩০, যা নিঃসন্দেহে বাড়তি ওজন, তাদের অকাল মৃত্যুর ঝুঁকি স্বাভাবিক বিএমআই মাত্রা অধিকারীদের তুলনায় সাত শতাংশ কম। অর্থৎ অকাল মৃত্যুর ক্ষেত্রে স্বাভাবিক ওজনের চাইতে একটু বেশি ওজন থাকাই ভালো।

তবে তার এই গবেষণা প্রচুর বিতর্কের সম্মুখীন হয়।

তার সমালোচনাকারীরা ২০১৬ সালে একটি গবেষণায় দেখান, প্রতি ইঞ্চি চর্বির আস্তর বৃদ্ধির কারণে মৃত্যুর ঝুঁকি কতটা বাড়ে। এখানে ফ্লিগাল বলেন, এই গবেষণা পুরানো গবেষণার তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে, নতুন তথ্য এখানে ব্যবহার হয়নি।

ফ্লিগালের গবেষণাও ফেলনা নয়। বরং ২০০০ সালে স্বাস্থ্যকর বিএমআই মাত্রা নির্ধারণ করা হয় ২৭, যা ১৯৭০ সালে ছিল ২৩.৭। তাই বলে স্বাভাবিক ওজনধারীরা যে ওজন বাড়াবেন তা কিন্তু উচিত হবে না।

সারমর্ম হল ওজন যদি স্বাভাবিকের চাইতে সামান্য বেশি হয় তবে তা নিয়ে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। সামান্য বাড়তি ওজন নিয়েও সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব।

Share Button

     এ জাতীয় আরো খবর