ইউপিডিআই দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
ভোলায় যুবদল নেতা কবির হোসেনকে আটক করেছে। হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসার একদিন পরে আটক হলেন যুবদলের এ নেতা।
দলীয় সূত্রে জানাযায়, ভোলা জেলা যুবদলের সদস্য সচিব মোঃ কবির হোসেন কে ডিবি পুলিশ গতকাল বিকাল ৪ – ৩০ মিনিটে কালিনাথ ররায়ের বাজার মোল্লা পট্রি থেকে গ্রেপ্তার করেছে। যুবদলনেতা কবির হোসেন গত আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। ভোটের ও মাঠের রাজনিতিতে সবসময় দায়িত্বশীল ভুমিকা পালন করে থাকেন ভোলার এ যুবনেতা। তার গ্রেফতারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিনিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন ভোলা জেলা বিএনপি ও তার সকল অংঙ্গ সংঘঠন ও তাদের নেতা কর্মীরা। তবে ডিবি পুলিশ এখনো নিশ্চিত করেননি তাকে কেন আটক করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭মে২০১৮/ইকবাল