November 15, 2025, 3:25 am

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

তাড়াহুড়া নেই কনার

তাড়াহুড়া নেই কনার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে ধীরে ধীরেই সংগীতের জগতে এগিয়েছেন দিলশাদ নাহার কনা। কারণ, এক লাফে আকাশ ছুঁলে পরবর্তীকালে পড়ে যেতে হয় সেটা খুব ভালোভাবেই অনুভব করেছিলেন এ শিল্পী। আর তাইতো তার মধ্যে কখনও তাড়াহুড়া কাজ করেনি। কাজ করেনি রাতারাতি তারকা বনে যাওয়ার চিন্তা। ধীরে ধীরে নিজেকে সংগীতে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে এগিয়েছেন। হয়েছেও তাই।

এখন কণা প্লেব্যাক, স্টেজ ও অ্যালবামে একটি নির্ভরতার নাম। গত তিন বছরে সেটি আরও বেশি করে উপলব্ধি করিয়েছেন এ শিল্পী। এই সময় তার বেশ কিছু গান দারুণভাবে সফলতা পায়। কদিন আগেই তার গাওয়া ‘দিল দিল দিল’ গানটি ইউটিউবে দুই কোটির ঘর অতিক্রম করেছে। এটি ছিল ‘বসগিরি’ ছবির গান। অন্যদিকে অত্যন্ত অল্প সময়ে ‘নবাব’ ছবিতে তার গাওয়া আইটেম গান ‘ও ডিজে ও ডিজে’ এক কোটির ঘর অতিক্রম করেছে ইউটিউবে। শুধু তাই নয়, অডিওতেও কনার গাওয়া ‘রেশমি চুড়ি‘ গানটি ইউটিউবে এক কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন। সব মিলিয়ে কনার গাওয়া

মোট তিনটি গান কোটির ঘরে পৌঁছার রেকর্ড করেছে। দেশের প্রথম নারী শিল্পী হিসেবে এমন রেকর্ড শুধু কনারই রয়েছে। সব মিলিয়ে অনুভূতি কী? কণা বলেন, বেশ ভালো। কারণ খুব অল্প সময়ে তিনটি গান কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন। এটা একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। এখন মনে হচ্ছে দায়িত্বটা আরও বেড়ে গেল। কারণ শ্রোতাদের প্রত্যাশা আরো বেশি এখন আমার কাছে। এ কারণে বেশ বুঝেশুনে পথ চলছি। আরও ভালো গান করার চেষ্টা করছি। তাহলে গান নিয়ে পরিকল্পনা কী সামনে? কণা বলেন, আসলে পরিকল্পনা একটাই ভালো গান করা। সিনেমার গানে কণ্ঠ নিয়মিতই দিচ্ছি আমি। সম্প্রতি ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির ‘মন জানে’ গানটি বেশ পছন্দ করছেন শ্রোতারা। এখানে আমার সঙ্গে গানটি গেয়েছে ইমরান। সুর ও সংগীতও তার। এ ছাড়া আরো নতুন কয়েকটি গান আসবে সামনে। নিজ উদ্যোগেও কয়েকটি গান করে রেখেছি। তবে সেগুলো একসঙ্গে প্রকাশ করবো না। একটি একটি করে ভিডিও করে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করবো। দেখা যাক কী হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর