গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির উপজেলা ও পৌর কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব ছাদেকুল ইসলাম প্রধান।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ কাজী মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগাঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল ও পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপার প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ছালজার রহমান, কোচাশহর ইউনিয়ন ছাত্র সমাজ নেতা সিমারুল ইসলাম, শালমারা জাপা নেতা রাজু মিয়া, দরবস্ত ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম, শিবপুর ইউনিয়ন নেতা সাজ্জাদ, হরিরামপুর ইউনিয়ন সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাপা নেতা আকতার আলী, কাজী দিপু, এরশাদ মিয়া প্রমুখ।
উক্ত সভায় উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার জাতীয় পার্টি ও সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় জাতীয় পার্টিকে শক্তিশালী করা, রমজানে ১৭ টি ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল, কর্মিদের সাথে যোগাযোগ বৃদ্ধি সহ দলীয় বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রাইভেট ডিটেকটিভ/৮মে২০১৮/ইকবাল