সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে জেলা বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসুচী পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে কামারখালী ব্রীজে গেলে পুলিশী বাঁধার মুখে পড়ে। এ সময় মিছিলটি বাঁধার মুখে পরে ফিরে এসে পুরাতন বাসস্টেশনে প্রতিবাদ সভায় মিলিত হয়। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদ, সেলিম উদ্দিন, আবুল মনসুর শওকত, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নুর হোসেন, শোয়েব আহমদ, মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া জেলা ছাত্রদল,যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/৮মে২০১৮/ইকবাল