December 2, 2024, 3:35 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

ওমানে মিম

ওমানে মিম

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রের জনপ্রিয় এই মুখ বর্তমানে ওমানে রয়েছেন। বিশ্বখ্যাত গোল্ড ও ডায়মন্ড বিক্রয় প্রতিষ্ঠান ‘মালাবার’-এর আমন্ত্রণে রোড শোতে অংশ নিতে গত বুধবার দেশ ছেড়েছেন মিম। সেখানে যাওয়ার পর ওমানের মাসকাট, সোহার ও সালালাহের তিনটি রোড শোতে অংশ নেন তিনি। এ প্রসঙ্গে ওমান থেকে মুঠোফোনে মিম বলেন, রোড শোতে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে। এত মানুষ হবে আমি কল্পনাও করিনি। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই আনন্দিত। এজন্য ওমানের তৌফিক পলাশ ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তিনি মূলত আমার সঙ্গে এ শোর বিষয়ে যোগাযোগ করেন এবং এখানে আসার পর বেশ ভালোভাবে দেখাশুনা করেছেন। আজ আমি ওমান থেকে দেশে ফিরবো। এ প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো সেলিব্রেটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। রোড শোতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মিম। এদিকে এ অভিনেত্রী দেশে ফেরার পরই শুক্রবার মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। ২০শে অক্টোবর সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। এ বিষয়ে মিম বলেন, গ্রামীণ প্রেক্ষাপটের গল্প নিয়ে দারুণ একটা ছবি এটি। আমার ও বাপ্পির পাশাপাশি মৌসুমী আপা ও ডিপজল ভাই ছবিটিতে রয়েছেন। এ ছবিতে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। মৌসুমী আপার ছোটবোনের চরিত্রে আমি অভিনয় করেছি। এরইমধ্যে এ ছবির ‘মন জানে তুই’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। এর আগে বাপ্পি মিমের বিপরীতে ‘সুইটহার্ট’ ও ‘আমি তোমার হতে চাই’ ছবিতে কাজ করেছেন। প্রসঙ্গত, এবারের পূজায় মিম অভিনীত কলকাতায় ‘ইয়েতির অভিযান’ নামে একটি ছবি মুক্তি পায়। শুটিং ব্যস্ততার কারণে ছবিটি মুক্তির সময় সেখানে যেতে পারেননি মিম। তবে কলকাতায় যারা ছবিটি দেখেছেন তারা মিমের অভিনয়ের খুব প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি। মিম বলেন, ছবিটি মুক্তির পর থেকে অনেক রিভিউ বের হয়েছে। সেখানে অন্যান্য শিল্পীর পাশাপাশি আমারও প্রচুর প্রশংসা করা হয়েছে। তারকাবহুল ও বিগ বাজেটের এই ছবিটি দিয়ে কলকাতার সব শ্রেণির দর্শকের সামনে হাজির হতে পেরেছি। এটা বড় পাওয়া আমার। এদিকে মিম সমপ্রতি শাকিব খানের সঙ্গে ‘আমি নেতা হব’ ছবির টানা কাজ করেছেন। এ ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। এ ছবির মাধ্যমে আবারো অনেকদিন পর শাকিব ও মিমকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা। মিম বলেন, ছবির কাজটি ভালো হয়েছে। আর সবশেষ ওমান যাবার আগে এফডিসিতে এ ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের একটি আইটেম গানে পারফর্ম করেছি। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এ গানটিতে কন্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন ও তৃষা। গানটি বেশ সুন্দর। ‘আমি নেতা হব’ ছবির শুটিং একদিন বাকি রয়েছে। আশা করি, এ ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের গানটি সবার পছন্দ হবে। এ ছবির বাইরে তারেক শিকদারের ‘দাগ’ ছবির কাজ একটু বাকি রয়েছে বলে জানিয়েছেন মিম। তিনি বলেন, ঢাকায় ফেরার পর ‘দাগ’ ছবির শেষ অংশের কাজে সময় দেবো। এখানে আমার বিপরীতে বাপ্পি অভিনয় করেছেন। এ ছাড়া নতুন কাজ নিয়েও কথা চলছে। মিমের স্বল্প সময়ের ক্যারিয়ারে ‘জোনাকীর আলো’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন আলো বয়ে এনেছে। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর এ ছবিতে অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছবিতে তার বিপরীতে ইমন কাজ করেছেন। তাই সামনের কাজগুলো নিয়ে মিমের ভাবনাটা অন্যরকম। কি রকম সে ভাবনা তা না জানালেও মিম বলেন, সবসময় শুধু ভালো গল্পের পাশাপাশি ভালো পরিচালক ও অভিনেতাদের সঙ্গে কাজ করতে চাই। কারণ, আমার মনে হয় একজন শিল্পীর কাছে ভালো কাজের কোনো বিকল্প নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর