মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে ১০নং নাজিরাবাদ ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষনা করা হয়েছে ইউনিয়ন পরিষদ কমপে¬ক্সের সভা কক্ষে আজ ৩০ এপ্রিল দুপুরে। নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এনামুল হক রাজার সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ আতাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উন্মোক্ত বাজেট অনুষ্ঠানে শুরুতেই ইউপি চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা আসন্ন ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৮৯ লক্ষ ৬৪ হাজার ৪শত ৭৬ টাকা প্রস্তাবিত বাজেট পেশ করেন। নতুন অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেট গত অর্থ বছরের তুলনায় ২৮ লক্ষ ৭৬ হাজার তিনশত টাকা কম। এসময় তিনি ইউনিয়নের সকল সচেতন নাগরীক ও উপস্থিত অতিথিদের কাছে এই বাজেট নিয়ে প্রয়োজনীয় মতামত,পরামর্শ ও সহযোগীতা চান। বক্তব্য রাখেন- সাবেক ইউপি সচিব আব্দুল কাদির চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শামস উদ্দীন, ইউপি সদস্য সৈয়দ সুফিয়ান আলী, ইউপি সদস্য মোঃ মোস্তাকিম, শ্রীদাম চন্দ্র দাস, জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য হারিছ মিয়া ও সিরাজুল ইসলাম। বক্তারা স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সেবার মান বাড়াতে ইউনিয়ন পরিষদের নাগরীকদের পক্ষ থেকে শতভাগ কর আদায়ে প্রদক্ষেপ নিতে প্রস্তাব দেন। সদর উপজেলার ছোট্র এই ইউনিয়নে বর্তমানে গ্রামীন রাস্থাঘাটের ব্যাপক উন্নয়নের জন্য বর্তমান চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে নাগরীক সমাজের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটে উন্নয়নের পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা সেনিটেশন , বিশুদ্ধ পানি , শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের বিষয়ে বাজেটে সংযোজন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব দেন । অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা সকলকে পরামর্শ ও মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ও বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২মে২০১৮/ইকবাল