ছাতক প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূখ্য সচিব নজিবুর রহমান বলেছেন স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। অনেক দেশের মানুষ স্বাধীন না থাকায় তারা সমাজে কখনও মাথা উঁচু করে চলতে পারেনা। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করায় দেশবাসি এখন স্বাধীন দেশের গর্বিত নাগরিক। তিনি বলেন, যিনি স্বাধীনতা দিয়ে গেছেন তার সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন-রাত দেশের উন্নয়নের জন্যে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তিনি দেশের মানুষের কল্যাণে শুধু দেশে নয়, বিদেশের সাথে ভ্রাতৃত্ব বন্ধন ও বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে ২০৪১সালে এদেশ একটি সূখি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।
শুক্রবার ছাতকে পৃথক ৩টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী ব্যস্ত সময় কাটান মূখ্য সচিব নজিবুর রহমান। সকালে ইসলামপুর ইউপির নিজগ্রাম গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি সামছুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও আমিরুল হক বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হিফজুর রহমান মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাদ জুম্মা উপজেলা অডিটোরিয়ামে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগি, মিডিয়াও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়ে মিলিত হন। এসময় আগতদের বিভিন্ন সম্যা ধৈর্য্য সহকারে শুনেন ও সমাধানের আশ্বাস দেন। বিকেলে ছাতক পৌরসভার নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তÍর স্থাপন করেন তিনি। এসময় ছাতক পৌরসভা আয়োজিত পৌর মেয়র আবুল কালাম চৌধুরির সভাপতিত্বে ও রিফাত তাসনিম প্রভার পরিচালনায় অনুষ্ঠিত সুধি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মূখ্য সচিবের সহধর্মিনী নাজমা রহমান, সিলেট অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনালকান্তি দে, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সূপার বরকত উল্লাহ খান, মূখ্য সচিবের একান্ত সচিব শামসুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি পুলিশ সূপার দোলন মিয়া, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধরি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, এসিল্যান্ড সোনিয়া সূলতানা, ওসি আতিকুর রহমান। বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ ও আনোয়ার রহমান তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, সাইফুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদদু আলম, আখলাকুর রহমান, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান সূফি আলম সুহেল, পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি হাজি জয়নাল চৌধুরি, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপে চেয়ারম্যান আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরি, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ তৌফিক আহমদ ইকবাল, কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, জসিম উদ্দিন সুমেন, তাপস চৌধুরি, লিয়াকত আলী, সুদীপ দে, ধন মিয়া, আছাব মিয়া, দিলোয়ার হোসেন, নওশাদ মিয়া, তাসলিমা জান্নাত কাকলী, মিলন রাণী দাস, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, শায়খ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আকিক হোসাইন, হাজি হেলাল উদ্দিন, হাজি ইছাক আলী, হাজি ফারুক মিয়া, সৈয়দ আহমদ, ডাক্তার আফসার উদ্দিন, হাজি তৈয়বুর রহমান, হাজি জয়নাল আবেদীন, মাসুক মিয়া, মুরাদ আহমদ, প্রধান শিক্ষক আব্দুল গণি, গনেশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামছুন নাহার বেগম, আ’লীগ নেতা এড. সায়াদুর রহমন ছায়াদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আহবাব মিয়া তালুকদার সাজু প্রমূখ। পরে সুনামগঞ্জ যাবার পথে বুড়াইরগাঁও কমিউনিটি ক্লিনিক ও বুড়াইরগাঁও গুচ্ছগ্রাম আশ্রায়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮এপ্রিল২০১৮/ইকবাল