মৌলভীবাজার প্রতিনিধিঃ
দেশবরেণ্য বাম রাজনীতিবিদ, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরীর (৭৬) দাপন সম্পন্ন হয়েছে আজ ২১ এপ্রিল।
সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন এর জন্য সকাল ৯টায় মৌলভীবাজার প্রেসক্লাবে ও সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার কেন্দ্রিয় শহিদ মিনারে তাঁর মরদেহ রাখা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে এই মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বেলা ১১টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে মুক্তিযোদ্ধা গজনফর আলী চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়। নামাজের জানাযা শেষে মৌলভীবাজার শাহ মোস্তফা দরগা প্রাঙ্গনে তাকে দাপন করা হয়। উল্লেখ্য- গত ২০ এপ্রিল শুক্রবার বেলা ১টা৩০মিনিটে তিনি শহরস্থ মৌলভী ক্লিনিকে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ শারীরিক নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, ১ ছেলে ও স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা মরহুম অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরী ছিলেন একজন দেশবরেণ্য বাম রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন, সাবেক চীফ হুইপ প্রতিশুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড.আব্দুস শহীদ এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, প্রেসক্লাব নেতৃবৃন্দ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান ও নেতৃবৃন্দ, জেলা জাসদ সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, ন্যাপ মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি যুব শঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক নীহারেন্দু হোম চৌধুরী সজল, সদস্য আহমেদ হাসানসহ বিশিষ্টজনেরা।
প্রাইভেট ডিটেকটিভ/২২এপ্রিল২০১৮/ইকবাল