January 7, 2025, 3:49 pm

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ, ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন

মোঃ জুলহাজুল কবীর  নবাবগঞ্জ,  দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে দুঃস্থ, বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার তালিকা অনুমোদনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের আর্থিক লেনদের বিষয়ে উপজেলা চেয়ারম্যানের করা অভিযোগের বিষয়ে ৪৮ ঘন্টর মধ্যে উপযুক্ত প্রমাণ দিতে বলেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

অন্যথায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে নবাবগঞ্জে অবাঞ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, অল্টিমেটাম দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। ১৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আল্টিমেটাম দেন উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনুল হক।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দীকি গতবছর দুস্থদের তালিকাভুক্ত করতে চেয়ারম্যানদের কাছে লিখিত নামের তালিকা দিয়েছিলেন। সে সময় তিনি ইউনিয়ন প্রতি দশটি করে কার্ডের ভাগ চেয়েছিলেন। তা দিতে রাজী না হওয়ায় একবছর সে তালিকা অনুমোদন করেননি। পরে ইউনিয়ন প্রতি তিনটি করে ভাগ নিয়ে তালিকা অনুমোদন করেন।  এবছরও  চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তাঁর মনোনীত ব্যক্তিকে দিয়ে চেয়ারম্যানদের কাছে আবারো দশটি করে কার্ডের ভাগ চান। গতবছরের মতো এবছর যাতে তালিকা অনুমোদ নিয়ে যেনো জটিলতা না হয় সে কারণে তালিকা চুড়ান্ত করার আগে  চেয়ারম্যানগন তিনটি করে কার্ড দেওয়া নিয়ে আলোচনা করেন। এতে চেয়ারম্যানদের মৌখিক সম্মতি দিলেও সামজ সেবা কর্মকর্তাকে মুঠোফোনে ইউনিয়ন চেয়ারম্যানদের শয়তান বলে উল্লেখ করে তালিকা অনুমোদন করবেন না বলে জানান। সেই সাথে কটুক্তি করে বলেন যে,  চেয়ারম্যানদের দেওয়া তালিকা এমপি,মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী বললেও অনুমোদন করবেন না।
এ ঘটনায় উপজেলা পরিষদের ১৫ জন জনপ্রতিনিধির মধ্যে ১৩ জন জনপ্রতিনিধি চেয়ারম্যান নূরে আলমের প্রতি অনাস্থা এনে বিভাগীয় কমিশনারের কাছে প্রস্তাব পাঠান।
এ ঘটনায় গত ১৪ এপ্রিল প্রথম আলোয়, “উপজেলা চেয়ারম্যানের রিুদ্ধে অনাস্থা” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান গত ১৭ এপ্রিল দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রতিবাদ পাঠিয়ে উল্লেখ করেন যে, ইউনিয়ন চেয়ারম্যানগন আর্থিক লেনদেনের মাধ্যমে  স্বচ্ছল ব্যক্তিদের তালিকা করেছেন। সেই সাথে এটাও উল্লেখ করেছেন যে, ইউনিয়ন চেয়ারম্যানগনের তৈরীকৃত তালিকা অনুমোদনের জন্য  উপজেলা চেয়ারম্যানকে চাপ দেন।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যানগণ জানান যে, এখন পর্যন্ত কোন তালিকায় চুড়ান্ত করা হয়নি। কোন তালিকা কোথাও জমা দেওয়া হয়নি। তাহলে কিভাবে উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী দাবী করলেন যে, ইউনিয়ন চেয়ারম্যানগণ আর্থিক লেনদেনের মাধ্যমে স্বচ্ছল ব্যক্তিদের তালিকা  তৈরী করেছেন?

ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমান জামিন জানান, গতবছর তাঁর স্বাক্ষর জাল করে আটজন স্বচ্ছল ব্যক্তিকে দুস্থ্য দেখিয়ে তালিকাভুক্ত করতে সমাজসেবা কার্যালয়ে তালিকা জমা দেন উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। পরে বিষয়টি ধরা পড়ায় নূরে আলম সিদ্দীক ক্ষমা চান।
চেয়ারম্যানগণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো অভিযোগ করে জানান, উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী সেচ কমিটির সভাপতি হওয়ায় অবৈধভাবে অসংখ্য ব্যক্তিকে সেচ লাইসেন্স দিয়ে মোটা অংকের টাকার হাতিয়ে নিয়েছেন।

চেয়ারম্যান নিজেই ভাদুরিয়া হাট চান্দিন্দার জমি দখল করেছেন।  উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হওয়ায় উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দীকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগে ভাগ চান। কমিটির সদস্যরা উপজেলা চেয়ারম্যানকে ভাগ না দেওয়ায় দীর্ঘদিন থেকে এ উপজেলায় নৈশ প্রহরী নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। জামায়াতের এ চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে চারটি নাশকতার মামলা। সেই মামলায় আদালতে অভিযোগ পত্র গৃহিত হওয়ায় কিছুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে। চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী সরকারের গাড়ি এবং তেল ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে লিখিত ভাবে অভিযোগ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর