সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, র্যালি, আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পর সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপস্থিত জেলা আওয়ামী লীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। এর পর একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, গৌতম কুমার বণিক, শাহ আলম শেরুল। আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সদস্য মুহিবুর রহমান, রিংকু চৌধুরী, কামরুল হাসান কমল, রফিকুল ইসলাম কালা মিয়া, মেহেদী হাসান চৌধুরী রাসেল, তাহের উদ্দিন, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, পৌর কৃষক লীগের আহবায়ক কল্লোল তালুকদার, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব আলমগীর হোসেন। আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান লিটন, সফিক মিয়া, কাঞ্চন মিয়া, জালাল মিয়া, ফারুক মিয়া, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, রশিদ মিয়া, মামুন আহমদ খা, পৌর কৃষক লীগের সদস্য আশরাফুল চৌধুরী তাহা, অরুন দাস, কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান, জসিম উদ্দিন, যুবলীগ নেতা মাশহুদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগ নেতা আব্দুল গনি ভান্ডারী, রিংকু দাস, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল