November 11, 2024, 12:17 am

ফাহমিদা নবী পূর্ণিমাতে

বিনোদন ডেস্কঃ

আরেফিন শুভ, মিশা সওদাগর, ইমরান, কনা সহ অনেকেই অথিতি হয়ে এসেছেন জনপ্রিয় ও বিতর্কিত টক শো ‘এবং পূর্ণিমা’তে। অনুষ্ঠানে অতিথিরা পূর্ণিমার নানা প্রশ্নের মুখোমুখি হয়ে তাদের জীবনের নানা গোপন কথা শেয়ার করেছেন। এবার এই অনুষ্ঠানে এবার পূর্ণিমার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
পূর্ণিমা চলচ্চিত্রের মানুষ ও ফাহমিদা নবী গানের মানুষ। দুই জগতের দুই মানুষের আড্ডা জমেছে বেশ।এবারের পর্বে ফাহমিদা নবী তার নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় নিয়ে কথা বলেছেন পূর্ণিমার সাথে।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। বেসরকারি চ্যানেল আরটিভিতে শনিবার রাত ১০টায় প্রচারিত হবে এই পর্বটি।
প্রাইভেট ডিটেকটিভ/১৯এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর