January 6, 2025, 4:07 am

শেষ দিনের যাচাই-বাছাই চলছে খুলনা সিটি নির্বাচন

খুলনা  প্রতিনিধিঃ
খুলনা সিটি করপোরেশনের অবশিষ্ট ২২টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ বাছাই কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে যাচাই-বাছাইয়ের সর্বশেষ তথ্য সাংবাদিকদের অবহিত করা হবে।
আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। গত রবিবার যাচাই-বাছাই শুরু হয়। প্রথম দিনের যাচাই-বাছাইয়ে মেয়র পদে ৫জন প্রার্থীর সবার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী।এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫৪জনের মধ্যে ৬জনের এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের দাখিলকৃত ৪৮জনের মধ্যে ৯জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ঘাটতি থাকায় তাদের মনোয়নপত্র স্থগিত করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৬এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর