আরিফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী ১৫ ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছেট টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৬ ইএপ্রিল , যাচাই বাছাই ১৯ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ২৬ এপ্রিল দিন ধার্যকরা হয়েছে। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। সরেজমিনেদেখা গেছে প্রার্থীদের ব্যস্ততা। দ্বারে দ্বারে দোয়া ও আগামীতে তাদেরসেবা করার সুযোগ চাচ্ছেন ভোটারদের কাছে।
জনগনের সাথে এলাকার বিষয়ে জানতে চাইলে তারা জানান অবহেলিত অবস্থার কথা। রাস্তা ঘাট থেকে শুরু করে সবইভাঙ্গা। নেই পর্যাপ্ত রাস্তা যার ফলে বিপাকে পৌরসভার জনগন। অল্প একটুবৃষ্টি হলেই তলিয়ে যায় বাসাইল বাজার সহ আশেপাশের এলাকা। তারা আগামীনির্বাচনে কেমন মেয়র নির্বাচিত করতে চান প্রশ্নের উত্তরে জানান ভিন্নকথা। বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামীলীগ সরকার উন্নয়ন করলেও বেড়েছেকিছু সুবিধাভোগী নেতার প্রভাব। যার ফলে কিছুটা হলেও জনপ্রিয়তা কমেছেআওয়ামীলীগ এর। তবে জনগন এমন একজন মেয়র চাচ্ছেন যিনি দল মতের নির্বিশেষেবা সাইলবাসির জন্য কাজ করবেন এমনটাই চাচ্ছেন বাসাইল বাসী।
এদিকে দলীয়ভাবেআওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন জনাব আব্দুর রহিমআহমেদ ( বীর মুক্তিযোদ্ধা)। সামাজিক ও রাজনৈতিক ভাবে দীর্ঘদিন এলাকায় কাজকরে যাচ্ছেন। বর্তমানে তিনি বাসাইল উপজেলা আওয়ামীলীগ এর সম্মানীত সদস্যহিসেবে আছেন। এছাড়াও তিনি সামাজিক কার্যক্রমে বাসাইল উপজেলা নাগরিককমিটি, উপজেলা শ্রমিক ফেডারেশন , উপজেলা বনিক সমিতির সভাপতির দায়িত্বপালন করছেন। তাছাড়াও তিনি বাসাইল এমদাদ হামিদা কলেজের প্রভাষক ছিলেন।অপরদিকে বি এন পি থেকে মনোনয়ন পেয়েছেন বাসাইল উপজেলা বিএন পির সভাপতিএনামুল করিম অটল। এলাকায় সরেজমিনে তাকে দেখা যায় জনগনের কাছে দোয়াচাইতে। আমাদের সাথে সাক্ষাৎ এ তিনি বলেন, আমাদের এই বাসাইল পৌরসভা
বর্তমানে অনেক অবহেলিত। একটি পৌরসভা হতে গেলে শহর বলতে আমরা যা বুঝি তারকোন ছোঁয়াই এখানে নেই। তারপরেও কাগজে কলমে এখন এটি দ্বিতীয় শ্রেণিরপৌরসভা। অথচ এখনও এখানকার জনগনকে নৌকা ব্যবহার কররে চলাচল করতে হয়। নেইকোন ড্রেনেজ ব্যবস্থা, নেই কোন ল্যাম্পপোস্ট। অথচ একটা ইউনিয়ন এর চেয়েবেশি উন্নত। নাগরিক সেবার ক্ষেত্রেও নেই কোন পৌর ভবন। জনগনের মাঝে তিনি জানান তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এইসব সমস্যার সমাধানকরবেন। তিনি সরকার ও নির্বাচন কমিশনের নিকট একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচনের দাবি জানান। মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালাতে দেখা যায়বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ এর সভাপতি জনাব রাজ আহসান টিপু।
তিনিও আমাদের সামনে তার এলাকার দুর্দশার কথা তুলে ধরেন এবং নির্বাচিত হলেএকটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ার প্রত্যাশা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫এপ্রিল২০১৮/ইকবাল