রাকিব হোসেন ভোলা প্রতিনিধি:
ভোলায় জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় জাতীয় পার্টির উকিলপাড়াস্থ ভোলা জেলা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় করা হয়। পাশাপাশি সংগঠনকে গতিশীল করার লক্ষে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন। জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সভাপতি কেফায়েত উল্যাহ নজীবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আজিম গোলদার, জেলা সহসভাপতি মো: বিল্লাল খান, জেলা যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাএসমাজের সভাপতি হাবিবুল্লাহ নোমান সহ ভোলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সনচালনায় ছিলেন জেলা জাতীয় র্পাটির সহ সাধারণ সম্পাদক মো: নোমান।
প্রাইভেট ডিটেকটিভ/১০এপ্রিল২০১৮/ইকবাল