প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ঢাবি উপাচার্যের বাসভবনে গতকাল রাতে হামলা চালালে গতরাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্য ড. আখতারুজ্জামানকে ফোন করে কথা বলেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের পাঁচ মিনিটের মতো কথা হয়। উপাচার্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, এই কাজ যারা করেছে তারা শিক্ষার্থী হতে পারে না। আমার বাসভবনে ভাঙচুর করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা কোথায় আছেন তা জানি না। এরপর ফোন করার জন্য উপাচার্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। উল্লেখ্য, রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এতে ভিসি’র বাসভবনের কিছুই অবশিষ্ট ছিল না। সব কিছুই তছনছ করে দেওয়া হয়েছে। এ দৃশ দেখে নির্বাক হয়ে গেছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান।
প্রাইভেট ডিচেকটিভ/এপ্রিল২০১৮/ইকবাল
|