রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:
’’উন্নয়নের শ্রোত ধারায় এগিয়ে চলেছি দূর্বার’’ ,সময় এখন বাংলাদেশের মাথা উচু করে দ্বাড়াবার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনান্য অঙ্গ সংগঠনের মত পার্বত্য বান্দরবান জেলার উন্নয়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ তরুন আওয়ামীলীগ।তারই ধারাবাহিকতায় বাংলাদেশ তরুন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা: প্রিন্স সেনকে হিন্দু বেীদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহব্বায়ক কমিটির বান্দরবান জেলা শাখার সভাপতি নির্বাচিত করায় বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সুভেচ্ছা জানানো হয়।দুপুরে মুসলিম হল প্রাঙ্গনে প্রকেীশলী পরিমল কান্তি চেীধুরীর সভাপতিত্বে তাকে ফুলেন শুভেচ্ছা জানানো হয় । এই সময় অনুষ্ঠানে আনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন, লেখক ও সাংবাদিক সাহারিয়ার কবির ,এডভোকেট রানা দাশ গুপ্ত ,রাজনীতিবিদ পংকজ ভট্রাচার্য্য, মাওলানা জিয়াউল হক , এমপি উষাতন তালুকদার, উওম কুমার , ও বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের বান্দরবান জেলার নব নির্বাচিত সভাপতি ডা: প্রিন্স সেন সহ গন্য মান্য ব্যাক্তিবর্গ । অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি ডা: প্রিন্স সেন বলেন দেশের উন্নয়নে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পার্বত্য জেলার অহংকার বীর বাহাদুরের সাথে কাজ করবে হিন্দু বেীদ্ধ, খ্রিষ্টান এক্য পরিষদ ও বাংলাদেশ তরুন আওয়ামীলীগ । নেীকা প্রতীককে জয় যুক্ত করে পার্বত্য বীরের শক্তিকে আরো বেগবান করবে বলে জানান ডা:প্রিন্স সেন। তিনি আরো বলেন বাংলাদেশের ৬৪ জেলায় এখন থেকে দেশ সেবায় নিপিরীত মানুষের পাশে থেকে কাজ করে যাবে হিন্দু, বেীদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদ । যুদ্ধ নয় ভালোবাসা দিয়ে দুর করতে হবে প্রতিহিংসা । তাই সকলকে হিংসা বিদ্ধেস ভুলে দেশের উন্নয়নে এক হয়ে কাজ করে যাওয়ার আহব্বান জানানো হয় । সকলের মিলিত শক্তি এক হয়ে কাজ করলে বাংলাদেশ একদিন সত্যি স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ।
প্রাইভেট ডিটেকটিভ/৮এপ্রিল২০১৮/ইকবাল