September 8, 2024, 8:47 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

দেলোয়ারের এক স্পেলে ২ রানে ৬ উইকেট

দেলোয়ারের এক স্পেলে ২ রানে ৬ উইকেট

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনের প্রথম ওভারটিতেই কেবল উইকেট পেলেন না। সেটি পুষিয়ে দিতেই যেন নিজের পরের ওভারে নিলেন দুটি। পরের চার ওভারে আরও চারটি। অসাধারণ এক স্পেলেই চট্টগ্রামকে গুঁড়িয়ে দিলেন দেলোয়ার হোসেন। ইনিংস ব্যবধানের জয়ে রাজশাহী নিশ্চিত করল জাতীয় লিগের প্রথম স্তরে ওঠা।

বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে সোমবার চট্টগ্রামকে ইনিংস ও ১৩ রানে হারিয়েছে রাজশাহী। শেষ দিন সকালে ৬ ওভার বোলিং করে মাত্র ২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন অভিজ্ঞ পেসার দেলোয়ার।

৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের শীর্ষে রাজশাহী। সাবেক চ্যাম্পিয়নরা এক ম্যাচ বাকি রেখেই নিশ্চিত করল প্রথম স্তরে ওঠা। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আপাতত সিলেট।

৩ উইকেটে ১০৯ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল চট্টগ্রাম। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ছিল আর মাত্র ৩৪ রান। কে জানত, তাদের অপেক্ষায় ভয়াবহ দুর্যোগ!

দিনের প্রথম ওভারটি মেডেন নেন দেলোয়ার, পরের ওভার মেডেন নেন ফরহাদ রেজা। তৃতীয় ওভারে দেলোয়ার ফিরিয়ে দেন তাসামুল হক ও সাঈদ সরকারকে।

এরপর উইকেট পতনের মিছিল। পরের চার ওভারের প্রতিটিতে দেলোয়ার নেন একটি করে উইকেট। আগের দিন ৩ ওভারে রান দিয়েছিলেন ২১। শেষ দিনে এই পেসারের বোলিং বিশ্লেষণ ৬-৪-২-৬!

প্রথম শ্রেণির ক্রিকেটে দেলোয়ার ৫ বার পেলেন ৫ উইকেট। এবারের জাতীয় লিগে দুই স্তর মিলিয়েই কোনো পেসারের ৫ উইকেট এই প্রথম।

শেষ উইকেটটি নিয়ে চট্টগ্রামের ইনিংসের ইতি টানেন ফরহাদ রেজা। শেষ দিন সকালে ২১ রানেই চট্টগ্রাম হারায় শেষ ৭ উইকেট!

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট, পাশাপাশি নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ৬২ রানের ইনিংস, ম্যাচ সেরার লড়াইয়ে ৩২ বছর বয়সী পেসার ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।

Share Button

     এ জাতীয় আরো খবর