December 29, 2024, 2:23 pm

সংবাদ শিরোনাম
ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ গৌরনদীতে শীতের পিঠা উৎসব ও সাহিত্য অনুষ্ঠান বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে  ত্রিমূখী সংঘর্ষে আহত-২০ কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জমকালো আয়োজনে ইসলামপুরে ৯৭ ব্যাচ কল্যাণ সংস্থা’র মিলন মেলা

বিকল্প কিছু নেই নৌকার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি

গাজীপুর প্রতিনিধি ঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি নতুন ভোটারদের আহবান জানিয়ে বলেন, আমরা শিগগিরই জাতীয় নির্বাচনে যাচ্ছি। এ নির্বাচনে আমাদের এই উন্নয়নের ধারা ও আলোর ধারা শুধু আমরা বজায় রাখতে চাই। আমরা যদি আবারো অন্ধকারে নিমজ্জিত না হতে চাই, তাহলে মনে রাখতে হবে নৌকার বিকল্প আর কিছু নেই। তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা, আর নৌকার বিকল্প শুধু মাত্রই নৌকা। নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করে বর্তমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। উন্নয়নের ধারা অব্যহত থাকলে আলোকিত এ বাংলাদেশ আরো বেশি আলোকিত হবে। আমাদের স্বপ্নের ২০২১ বাস্তবায়ন হবে এবং ২০২১-এ মধ্যম আয়ের দেশে আমরা পরিনত হতে পারবো। আমরা দুর্নীতিগ্রস্থ দেশে পরিনত হবো না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি শুক্রবার বিকেলে গাজীপুর  শহীদ বরকত স্টেডিয়ামে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ওকালত নামায় স্বাক্ষর করতে দিচ্ছে না বিএনপির আইনজবীবীদের এমন অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, তাদের এ অভিযোগ সঠিক নয়। জেল কোড অনুযায়ী যখন যেটা প্রয়োজন, যেটার স্বাক্ষর করা প্রয়োজন তার সামনে উপস্থাপন করা হয়। এটি জেলকোডের নিয়মানুযায়ী হতে হয় এবং সে অনুযায়ী হচ্ছে। জেলকোড অনুসরণ করে যেটাই খালেদা জিয়ার কাছে গিয়েছে, সেটি সঠিকভাবেই হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজীপুরকে মেট্রোপলিটন সিটি ঘোষণা করা হয়ে গেছে। গাজীপুর মেট্রোপলিটন আইন সংসদে উত্থাপিত হয়েছে এবং সংসদীয় কমিটি থেকে রিপোর্টও দেয়া হয়েছে। এখন পার্লামেন্ট যে দিন শুরু হবে এর কয়েক দিনের মধ্যেই এটা পাশ হয়ে যাবে। মন্ত্রী জনদূর্ভোগের কথা বলে বিএনপিকে ঢাকায় সমাবেশ করার অনুমতি না দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘পুলিশ কমিশনার যখন মনে করেন যে এখানে কোন রকম বিশৃংখল পরিস্থিতি হতে পারে কিংবা কোন রকম আশংকা থাকে তখনই তারা মিটিং করা থেকে বিরত থাকতে বলেন’। এর মানে এটি নয় যে তাদের কোন দিন আর মিটিং করতে দিবে না। তারা সময় যেদিন চেয়েছে তার বদলে আরেক দিন তাদের করতে দেয়া হবে। জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ গিয়াস উদ্দিন, ডুয়েটের ভিসি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আওয়ামী লীগ নেতা আতাউল্লাহ মন্ডল প্রমুখ।মন্ত্রী আরো বলেন, আমরা যেভাবে এগিয়ে চলছি আমাদের উন্নয়নের মহাসড়ক যে ভাবে চলছে আমরা স্বল্প উন্নত দেশ থেকে কেবল উন্নয়নশীল দেশই হয়নি, আমরা আমাদের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট কিছু দিনের মধ্যে মহাকাশে উৎক্ষেপন করতে পারবো। আমাদের মেট্রোরেল দৃশ্যমান হয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেস দৃশ্যমান হচ্ছে। পদ্মাসেতু আমাদের গর্ব এই সেতুর জন্য কারো কাছ আমাদের হাত পাততে হয়নি। আমরা সেই জাতি আমরা মাথা উঁচু করে চলতে পারি। আমরা এখন কারো কাছে সহযোগিতা চাইনা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি  কয়েকজন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর